পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নিজ্জার হত্যাকাণ্ডে তদন্ত শেষের আগেই অপরাধী ঘোষিত ভারত, দাবি ভারতীয় রাষ্ট্রদূতের - Indias High Commissioner in Ottawa

India's High Commissioner in Ottawa: নিজ্জার হত্যাকাণ্ডে তদন্ত শেষের আগেই ভারতকে অপরাধী ঘোষণা করেছে কানাডা ৷ অটোয়ায় এমনটাই দাবি করলেন ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয়কুমার ভার্মা ৷

Indias High Commissioner in Ottawa
ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয়কুমার ভার্মা

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 8:26 PM IST

অটোয়া, 26 নভেম্বর: কানাডায় খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারত একেবারেই জড়িত নয় ৷ তদন্ত শেষ হওয়ার আগেই অটোয়া নয়াদিল্লিকে 'অপরাধী' ঘোষণা করেছে ৷ কানাডায় একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ভারতের হাইকমিশনার সঞ্জয়কুমার ভার্মা ।

18 জুন খুন হন খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জার ৷ সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টরা জড়িত বলে অভিযোগ করেন ৷ তাঁর এই অভিযোগের পরই কানাডা ও ভারত সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ ভারত 2020 সালে নিজ্জারকে জঙ্গি হিসাবে ঘোষণা করেছিল । তারপরেও নিজ্জার মৃত্যুর পর জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ আনেন ৷ তাঁর আনা অভিযোগকে নয়াদিল্লি অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে ৷

সাক্ষাৎকারে সঞ্জয়কুমার ভার্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন ভারত তদন্তে কানাডাকে সহযোগিতা করছে না । এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "এই ঘটনায় তদন্ত শেষ না করে ভারতকে দোষী সাব্যস্ত করা হয়েছে । এটাই কি আইনের শাসন?" ভারতকে কীভাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল জানতে চাওয়া হলে তিনি বলেন, " ভারতকে এই মামলায় সহযোগিতা করতে বলা হয়েছিল এবং আপনি যদি সাধারণ অপরাধের পরিভাষাটি দেখেন, যখন কেউ আমাদেরকে সহযোগিতা করতে বলে তার মানে আপনি ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন ৷ আপনাকে সহযোগিতা করতেই হবে । তাই আমরা এই বিষয়টিকে অন্যরকম ব্যাখ্যা হিসাবে গ্রহণ করেছি ৷

তাঁর কথায়, " আমরা সবসময় বলেছি যদি নির্দিষ্ট এবং প্রাসঙ্গিক কিছু থাকে এবং আমাদের সঙ্গে তা নিয়ে যোগাযোগ করা হয়, তবে আমরা তা খতিয়ে দেখব । এটি প্রথম দিন থেকেই বলা হয়েছিল । তাই আমরা অবশ্যই সহযোগিতা শব্দটি ব্যবহার করিনি । , কারণ আমরা মনে করি এটি অপমানজনক । তবে আমরা সবসময় বলেছি নির্দিষ্ট এবং প্রাসঙ্গিক কিছু থাকলে খতিয়ে দেখা হবে ।"

হাইকমিশনার জানান, কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগ রয়ে গিয়েছে ৷ প্রধান উদ্বেগ হল, কিছু কানাডিয়ান নাগরিক শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উল্লেখ করে (ভারতের) সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর আক্রমণ চালানোর জন্য কানাডার মাটি ব্যবহার করছে । তাদের মধ্যে অধিকাংশ পরিচিত অপরাধী এবং জঙ্গি ৷ যারা খালিস্তানপন্থী মানসিকতা নিয়ে কানাডায় রয়েছে এবং তাদের অনেকেই ভারতে তাদের নিজস্ব গোষ্ঠী পরিচালনা করছে । তারা মাদক পাচার করছে । তারা অস্ত্র চালাচ্ছে । তারা বন্দুক চালাচ্ছে । তারা মানব পাচার কার্যক্রম সঙ্গে জড়িত ।

আরও পড়ুন:

  1. 'নিজ্জার-খুনে ভারতের জড়িত থাকার প্রমাণ দিক কানাডা', লন্ডনে মন্তব্য বিদেশমন্ত্রীর
  2. 'ভারতের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে চাই'; বললেন নিজ্জর হত্যার অভিযোগে অনড় ট্রুডো
  3. ভারতের সঙ্গে সম্পর্কের সুদিন ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী কানাডার বিদেশমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details