পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

UN Experts on Manipur: মণিপুর নিয়ে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের 'বিভ্রান্তিকর' মন্তব্য খারিজ দিল্লির

রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা মণিপুর নিয়ে একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করেছেন ৷ উত্তর-পূর্বের এই রাজ্যটিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় তাঁরা স্তম্ভিত ৷ এবার এই রিপোর্টকে বিভ্রান্তিকর অ্যাখ্যা দিয়ে নস্যাৎ করল ভারত ৷

ETV Bharat
মণিপুর নিয়ে রাষ্ট্রসংঘের মন্তব্যের সমালোচনা করল ভারত

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 11:47 AM IST

Updated : Sep 5, 2023, 1:13 PM IST

নয়াদিল্লি ও নিউইয়র্ক, 5 সেপ্টেম্বর:মণিপুর নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্ট খারিজ ভারতের ৷ উত্তর-পূর্বের এই রাজ্যটিতে কুকি সম্প্রদায়ের নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা ৷ তাঁরা দাবি করেন, মণিপুরে মানবিক অধিকার লঙ্ঘিত হয়েছে ৷ এই মন্তব্যকে অযাচিত, অনুমান-নির্ভর এবং বিভ্রান্তিকর বলল রাষ্ট্রসংঘে ভারতের পার্মানেন্ট মিশন ৷ এর আগে 14 জুলাই ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছিল ৷ সে সময় ভারত সরকার মণিপুরের ঘটনাকে 'দেশের অভ্যন্তরীণ বিষয়' বলে উল্লেখ করেছিল ৷ পাশাপাশি এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে চাওয়ায় ইউরোপিয়ান ইউনিয়নের কড়া সমালোচনাও করেছিল ৷

আরও পড়ুন: 'মণিপুর নিয়ে আলোচনা ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন', তোপ বিদেশ মন্ত্রকের

সোমবার হিউম্যান রাইটসের স্পেশাল প্রসিডিউরস ব্রাঞ্চ অফ দ্য অফিস বা এসপিবি-তে রেকর্ড করা বয়ানে ভারত সরকার নিজেদের বক্তব্য স্পষ্ট করে জানায় ৷ এই বিবৃতিতে ভারতের পার্মানেন্ট মিশন জানিয়েছে, "ভারত সরকার মণিপুর-সহ দেশের নাগরিকদের মানবিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর ৷ ভারতের পার্মানেন্ট মিশন মণিপুর নিয়ে প্রকাশিত খবর সম্পূর্ণরূপে খারিজ করছে ৷ এই খবর শুধুমাত্র অযাচিত, অনুমান-নির্ভর, বিভ্রান্তিকরই নয়, অস্পূর্ণও বটে৷ মণিপুরে সরকার কী পদক্ষেপ করেছে তা রিপোর্টে তুলে ধরা হয়নি ৷" ভারতের পার্মানেন্ট মিশন বারবার জানিয়েছে, ভারত একটি গণতান্ত্রিক দেশ ৷ দেশের নাগরিকদের মানবাধিকার এবং আইন রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷

রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা তাঁদের রিপোর্টে জানিয়েছেন, শ'য়ে শ'য়ে মহিলা এবং যে কোনও বয়সের মেয়েদের নিশানা করা হয়েছে ৷ তাঁদের উপর অত্যাচারের ছবি এবং খবরে বিশেষজ্ঞরা স্তম্ভিত ৷ বিশেষত কুকি সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ঘটনায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা ৷ গণধর্ষণ, রাস্তায় বিবস্ত্র অবস্থায় মহিলাদের হাঁটানো, তাঁদের নির্মমভাবে মারধর করা এবং তার ফলে মৃত্যু, জীবন্ত অবস্থায় মহিলাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো অভিযোগের খবরে শিউরে উঠেছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: মণিপুরের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

3 মে থেকে জ্বলছে উত্তর-পূর্বের মণিপুর ৷ মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে ৷ প্রাণ গিয়েছে প্রায় 200 জনের ৷ মেইতেই সম্প্রদায়ের মানুষ সাধারণত ইম্ফলে বসবাস করে ৷ আর কুকিরা পাহাড়ি এলাকায় ৷ মণিপুরের জনসংখ্যার 53 শতাংশ মেইতেই এবং 47 শতাংশ কুকি সম্প্রদায়ের ৷ মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার দাবির বিরোধিতা করেছে কুকিরা ৷ 3 মে এই নিয়ে প্রতিবাদ মিছিল করে বিক্ষুব্ধ কুকিরা ৷ সেই থেকে হিংসার শুরু ৷

Last Updated : Sep 5, 2023, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details