নয়াদিল্লি ও নিউইয়র্ক, 5 সেপ্টেম্বর:মণিপুর নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্ট খারিজ ভারতের ৷ উত্তর-পূর্বের এই রাজ্যটিতে কুকি সম্প্রদায়ের নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা ৷ তাঁরা দাবি করেন, মণিপুরে মানবিক অধিকার লঙ্ঘিত হয়েছে ৷ এই মন্তব্যকে অযাচিত, অনুমান-নির্ভর এবং বিভ্রান্তিকর বলল রাষ্ট্রসংঘে ভারতের পার্মানেন্ট মিশন ৷ এর আগে 14 জুলাই ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছিল ৷ সে সময় ভারত সরকার মণিপুরের ঘটনাকে 'দেশের অভ্যন্তরীণ বিষয়' বলে উল্লেখ করেছিল ৷ পাশাপাশি এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে চাওয়ায় ইউরোপিয়ান ইউনিয়নের কড়া সমালোচনাও করেছিল ৷
আরও পড়ুন: 'মণিপুর নিয়ে আলোচনা ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন', তোপ বিদেশ মন্ত্রকের
সোমবার হিউম্যান রাইটসের স্পেশাল প্রসিডিউরস ব্রাঞ্চ অফ দ্য অফিস বা এসপিবি-তে রেকর্ড করা বয়ানে ভারত সরকার নিজেদের বক্তব্য স্পষ্ট করে জানায় ৷ এই বিবৃতিতে ভারতের পার্মানেন্ট মিশন জানিয়েছে, "ভারত সরকার মণিপুর-সহ দেশের নাগরিকদের মানবিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর ৷ ভারতের পার্মানেন্ট মিশন মণিপুর নিয়ে প্রকাশিত খবর সম্পূর্ণরূপে খারিজ করছে ৷ এই খবর শুধুমাত্র অযাচিত, অনুমান-নির্ভর, বিভ্রান্তিকরই নয়, অস্পূর্ণও বটে৷ মণিপুরে সরকার কী পদক্ষেপ করেছে তা রিপোর্টে তুলে ধরা হয়নি ৷" ভারতের পার্মানেন্ট মিশন বারবার জানিয়েছে, ভারত একটি গণতান্ত্রিক দেশ ৷ দেশের নাগরিকদের মানবাধিকার এবং আইন রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷