নিউইয়র্ক, 27 সেপ্টেম্বর: 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক অবস্থায় নেই এবং এটি সম্ভবত মধ্যমেয়াদি সমস্যার চেয়ে দীর্ঘ ৷ নিউইয়র্কে এমনটাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । কাউন্সিল অন ফরেন রিলেশনসে আলোচনার সময় ভারত-চিন সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ সেই প্রশ্নের উত্তরে জয়শঙ্কর জানান, বিশ্বের দু'টি বৃহত্তম দেশের মধ্যে যদি মতের অমিল ও উত্তেজনা থাকে তবে তার ফল অন্য দেশকেও ভোগ করতে হয় ।
বিদেশমন্ত্রী বলেন, "চিনের সঙ্গে মোকাবিলা করার আনন্দের মধ্যে একটি বিষয় হল, যে তারা কখনই আপনাকে পুরোপুরি বলবে না তারা কেন এই কাজ করছে । তাই প্রায়শই এর কারণ খুঁজে বের করার চেষ্টা করতে হয় এবং সর্বদা সেখানে কিছু রহস্য থাকে ৷ এমন একটি দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা খুবই কঠিন, যে চুক্তি ভঙ্গ করেছে ৷ তাই আপনি যদি গত তিন বছরের দিকে তাকান তবে দু'দেশের সম্পর্ক খুব স্বাভাবিক অবস্থায় নেই ৷"
তাঁর কথায়, দুদেশের যোগাযোগ ব্যাহত হয়েছে, পরিদর্শন হচ্ছে না । উচ্চস্তরের সামরিক উত্তেজনা রয়েছে । এটি ভারতীয়দের মধ্যে চিন সম্পর্কে ধারণাকেও প্রভাবিত করেছে । তিনি বলেন, "সুতরাং আমি মনে করি একটি তাৎক্ষণিক সমস্যা ৷ পাশাপাশি একটি মধ্যমেয়াদি সমস্যা এবং সম্ভবত মধ্যমেয়াদি সমস্যার চেয়ে দীর্ঘতর ৷"
আরও পড়ুন:রাষ্ট্রসংঘে জয়শঙ্করের মুখে 'ভারত', কানাডার নাম না-করে সন্ত্রাসের বিরুদ্ধে দিলেন লড়াইয়ের বার্তা
এস জয়শঙ্কর দিল্লি এবং বেজিংয়ের সম্পর্কের বিষয়ে একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং জানান যে এটি কখনই সহজ ছিল না । তিনি বলেন, "ভারত-চিনের মধ্যে 1962 সালে একটি যুদ্ধ হয়েছিল । এর পরে সামরিক ঘটনা ঘটেছিল । 1975 শেষবার ছিল ৷ 1975 সালের পরে সীমান্তে কখনও যুদ্ধে প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ 1988 সালে ভারত চিনের সঙ্গে সম্পর্ককে আরও স্বাভাবিক করেছিল । এরপর তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি চিনে গিয়েছিলেন ৷"