লাহোর, 6 নভেম্বর:দিনকয়েক আগেই পঞ্জাব প্রদেশের একটি সমাবেশে তাঁকে হত্যা করার হামলা হয়েছিল ৷ বুলেটবিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)৷ তিনি আগামী মঙ্গলবার সেই জায়গা থেকেই ইসলামাবাদের উদ্দেশে পাক সরকারের (Pakistan Govt) বিরুদ্ধে লং মার্চ (PTI Long March) শুরু হবে ৷ লাহোর সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করলেন ইমরান (Imran Khan Attacked)৷
শরীর থেকে বুলেট বের করার জন্য তাঁর দাতব্য সংস্থার মালিকানাধীন শওকত খানম হাসপাতালে বৃহস্পতিবার অস্ত্রোপচার হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের ৷ রবিবার সেই হাসপাতাল থেকেই সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ জানান, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওয়াজিরাবাদে, যেখানে আমি ও অন্য 11 জন গুলিবিদ্ধ হয়েছিলাম এবং যেখানে মোয়াজ্জাম শহিদ হয়েছিলেন, সেখান থেকেই আমাদের পদযাত্রা আবার শুরু হবে ৷"
ওয়াজিরাবাদে পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছিলেন 70 বছরের ইমরান ৷ সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুই বন্দুকধারী ৷ প্রাক্তন ক্রিকেটারের ডান পায়ে গুলি লাগে ৷ গুলিবিদ্ধ হয়ে পিটিআই কর্মী মোয়াজ্জাম গোন্ডল মারা যান । এই হামলার পর পদযাত্রা স্থগিত রাখা হয় ।