পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Imran Khan in Trouble: ইমরান খানকে গ্রেফতার করতে পারল না পাক পুলিশ, মঙ্গলে আদালতে হাজিরা দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী

তোশাখানা মামলায় (Toshakhna Case) ইমরান খানকে গ্রেফতার করতে রবিবার তাঁর লাহোরের বাড়িতে যায় পুলিশ (Police in Imran Khan residence) ৷

Imran Khan likely to be arrested by Pakistan Police in Toshakhana Case
ফাইল ছবি

By

Published : Mar 5, 2023, 4:32 PM IST

Updated : Mar 5, 2023, 10:14 PM IST

ইসলামাবাদ, 5 মার্চ: তোশাখানা মামলায় (Toshakhana Case) পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে পারল না পুলিশ ৷ সূত্রের খবর, রবিবার ইমরানকে গ্রেফতার করতে তাঁর লাহোরের জামান পার্কের বাড়িতে যায় পুলিশ ৷ তবে সেখান থেকে খালি হাতেই ফিরতে হয় তাদের ৷ সূত্রের খবর, ইমরানের আইনজীবীরা এদিন পুলিশকে জানান আদালতের নির্দেশ মেনে আগামী 7 মার্চ কোর্টে হাজিরা দেবেন ইমরান ৷ তারপরেই পুলিশ সেখান থেকে চলে আসে ৷ ইমরানের দল পিটিআই-এর দাবি, ইসলামাবাদ সেশন কোর্ট ইমরানকে গ্রেফতারির কোনও নির্দেশ দেয়নি ৷ সেই সংক্রান্ত ওয়ারেন্টও পুলিশের কাছে ছিল না ৷

এদিকে, এই ঘটনায় বেজায় চটেছেন ইমরান খানের দল পিটিআইয়ের নেতা ও কর্মীরা ৷ ইমরান খানের বাড়িতে পুলিশ যাওয়ার খবরের পরেই তাঁর দলের তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, পুলিশ যদি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে, তাহলে পাকিস্তানজুড়ে প্রতিবাদ ও আন্দোলন শুরু হবে ৷ ইসলামাবাদ পুলিশের সঙ্গে পঞ্জাব পুলিশের প্রতিনিধিরাও এদিন ইমরানের বাড়িতে যান বলে খবর ৷

'ডন'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তোশাখানা মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ আদালতের নির্দেশ ছিল, সেই শুনানিতে ইমরানকেও অংশ নিতে হবে ৷ কিন্তু, তিনি সেই নির্দেশ উপেক্ষা করেন ৷ আর সেই কারণেই তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয় বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে তিনবার ইসলামাবাদের দায়রা আদালতে হাজিরার নির্দেশ এড়িয়েছেন ইমরান ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে হয়েছে ৷ তবে পিটিআই-এর দাবি তাঁকে গ্রেফতারির কোনও নির্দেশ ছিল না ৷

দলের শীর্ষ নেতাকে যে গ্রেফতার করা হতে পারে, সেই আঁচ আগেই পেয়েছিলেন পিটিআইয়ের সাধারণ কর্মীরা ৷ তাই রবিবার সকাল থেকেই ইমরানের বাড়ির বাইরে জমায়েত শুরু করেন তাঁরা ৷ পুলিশ যখন সেখানে পৌঁছয়, তখন তাদের রাস্তা আটকে দাঁড়ান এই পিটিআই কর্মীরা ৷ যদিও সূত্রের দাবি, ইমরানের গ্রেফতারি আটকাতে এই ব্যবস্থা করেছিলেন তাঁর দলের নেতা ফাওয়াদ চৌধুরী ৷ তাঁর ফোনেই দলের সদস্যদের ভিড় জমে যায় ইমরান খানের বাড়ির সামনে ৷

আরও পড়ুন:গুলির জখম সারিয়ে ফের ময়দানে ইমরান, রাওয়ালপিন্ডিতে করবেন জনসভা

আদালত সূত্রে জানা গিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ৷ সেই পরোয়ানা সঙ্গে নিয়েই ইমরানের বাড়িতে যান পুলিশকর্মীরা ৷ কিন্তু, ইমরানের দলীয় সতীর্থরা এই পরোয়ানা পাত্তা দিতে নারাজ ছিলেন ৷ অন্যদিকে, পুলিশের বক্তব্য ছিল, তারা সরকারি কাজ করতে এসেছে ৷ কেউ যদি সেই কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ করা হবে ৷

Last Updated : Mar 5, 2023, 10:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details