পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Imran Khan Loses Majority : সংখ্যাগরিষ্ঠতা হারাল ইমরানের দল, পাক প্রধানমন্ত্রীর গদি টলমল

পাকিস্তানের মসনদকে তাঁকে হঠাতে বিরোধীরা ঐক্যবদ্ধ হল ৷ ইমরান খানের জোট সরকার থেকে সরে গেল এমকিউএমপি ৷ এবার (Imran Khan Loses Majority) ?

Imran Khan Pakistan Politics
Imran Khan Losses Majority

By

Published : Mar 30, 2022, 11:55 AM IST

Updated : Mar 30, 2022, 4:57 PM IST

ইসলামাবাদ, 30 মার্চ : জোর ধাক্কা খেলেন ইমরান খান এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকার ৷ পিটিআই-এর প্রধান জোটসঙ্গী মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট পাকিস্তান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে হাত মিলিয়েছে ৷ তাই বেকায়দায় ইমরান সরকার (Imran Khan Government loses majority as coalition partner MQMP left PTI) ৷ পিপিপি-র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি (Bilawal BhuttoZardari) টুইট করে জানিয়েছেন, "এমকিউএম এবং বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে একটি সমঝোতায় পৌঁছেছে ৷ রাবতা কমিটির এমকিউএম এবং পিপিপি সিইসি চুক্তি অনুমোদন করবে ৷ আগামীকাল আমরা একটি সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানাব ৷ পাকিস্তানকে শুভেচ্ছা ৷"

আরও পড়ুন : No Confidence Motion against Imran : ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মোট 342টি আসন রয়েছে ৷ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে সংশ্লিষ্ট সরকারের দখলে ন্যূনতম 172 টি আসন থাকতে হবে ৷ পিটিআই-এর নেতৃত্বে যে জোট গঠন হয়েছিল, তাতে 179 জন সদস্য ছিল ৷ কিন্তু এমকিউএম জোট ছেড়ে বেরিয়ে আসায় এখন পিটিআই-এর সদস্য সংখ্যা 164 ৷ উল্টোদিকে বিরোধীদের সংখ্যা 177 ৷ তাই পাকিস্তানে নতুন সরকার গড়তে অসন্তুষ্ট পিটিআই সদস্যদের ভোটও দরকার নেই বিরোধীদের ৷ কাজেই পাকিস্তানের সংসদে ইমরান খানের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ৷ এরপর ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে ৷ প্রধানমন্ত্রী ইমরান খানকে গদিচ্যুত করতে হলে বিরোধীদের 172টি এমএনএ আসন দরকার ৷

ইতিমধ্যে ইমরান খান অভিযোগ তুলেছেন, বিদেশি অর্থসাহায্যে বেশ কিছু মানুষ তাঁর সরকার ফেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ মন্ত্রী আসাদ উমর দাবি করেছেন, এর সমর্থনে প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বানদিয়ালের চিঠিও দেখাতে পারেন ৷

Last Updated : Mar 30, 2022, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details