লাহোর, 4 নভেম্বর: পা'য়ে 4টি বুলেটের ক্ষত । সওকত খানুম হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান । 24 ঘণ্টার মধ্যেই সংবাদমাধ্যমে মুখ খুললেন বাইশ গজের চকোলেট বয় । 70 বছর বয়সি পিটিআই নেতা বলেন, "আমি হামলার আগের দিন জানতে পারি যে ওয়াজিরাবাদে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে । আমার ডান পা'য়ে চারটি গুলি লেগেছে (Imran Khan first address to nation) ।"
পাকিস্তানের পঞ্জাব প্রদেশে বৃহস্পতিবার ইমরান খানের লং মার্চে হামলা হয় ৷ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে প্রকাশ্যে চলে গুলি ৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কন্টেনার গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে পৌঁছনোর পর তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী ৷