পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে ইমরান - Imran Khan

Imran Khan: সম্প্রতি লাহোর এবং মিয়ানওয়ালি কেন্দ্র থেকে ইমরান খানের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন ৷ কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার লাহোর হাইকোর্টে আবেদন করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ শনিবার আবেদনের শুনানি ৷

Imran Khan
লাহোর হাইকোর্টের দ্বারস্থ ইমরান

By PTI

Published : Jan 13, 2024, 8:56 AM IST

লাহোর, 13 জানুয়ারি:তোষাখানা দুর্নীতি মামলায় আপাতত তিনি জেলে ৷ কিন্তু জেলে থেকেই দেশে আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বদ্ধপরিকর ইমরান খান ৷ তবে সম্প্রতি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন ৷ কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার লাহোর হাইকোর্টে আবেদন করলেন ইমরান খান ৷

গত 30 ডিসেম্বর পঞ্জাব প্রদেশের জোড়া আসনে ইমরানের মনোনয়ন বাতিল করে দেয় কমিশন ৷ শুক্রবার সেই সিদ্ধান্তকেই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান ৷ পঞ্জাব প্রদেশের লাহোর এবং মিয়ানওয়ালি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে রিটার্নিং অফিসার এবং আপিলেট ট্রাইব্যুনালসের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী জোড়া পিটিশন দাখিল করেন উচ্চ আদালতে ৷ শনিবার আলি বাকার নাজাফি নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি রয়েছে ৷

তোষাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত ইমরানের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল হয়ে যায় নীতির প্রশ্নে ৷ রিটার্নিং অফিসারের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে আপিলেট ট্রাইব্যুনালসেও ৷ এরপরই হাইকোর্টের দ্বারস্থ সিদ্ধান্ত নেন 71 বছর বয়সি ইমরান ৷

ক্রিকেট বিশ্বকাপ জয়ী পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান অনাস্থা ভোটে হেরে গত 2022 সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে অপসারিত হন ৷ পরবর্তীতে একের পর সংকট ঘনিয়ে এসেছে তাঁর রাজনৈতিক জীবনে ৷ একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হতে হয়েছে তাঁকে ৷ 2018 থেকে 2022 প্রধানমন্ত্রিত্বের মেয়াদকালে তোষাখানা দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গতবছর 5 অগস্ট তাঁকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত ৷

ওই সাজার ফলে আগামী পাঁচ বছর পাকিস্তানে কোনও নির্বাচনে লড়তে পারবেন না ইমরান ৷ আদালতের এই নির্দেশের বিরুদ্ধে তিনি ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ৷ কিন্তু হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয় ৷ এর পর তাঁর দলের তরফে আবেদন করা হয় পাকিস্তানের সুপ্রিম কোর্টে ৷

আরও পড়ুন:

  1. ইমরান খানের মনোনয়ন বাতিল, জানাল পাকিস্তানের নির্বাচন কমিশন
  2. 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় কাশ্মীর সমস্যাকে আরও জটিল করবে, মত জেলবন্দি ইমরানের
  3. দেশের গোপন আইন লঙ্ঘন, সাইফার মামলায় অভিযুক্ত হলেন ইমরান খান

ABOUT THE AUTHOR

...view details