লাহোর, 13 জানুয়ারি:তোষাখানা দুর্নীতি মামলায় আপাতত তিনি জেলে ৷ কিন্তু জেলে থেকেই দেশে আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বদ্ধপরিকর ইমরান খান ৷ তবে সম্প্রতি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন ৷ কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার লাহোর হাইকোর্টে আবেদন করলেন ইমরান খান ৷
গত 30 ডিসেম্বর পঞ্জাব প্রদেশের জোড়া আসনে ইমরানের মনোনয়ন বাতিল করে দেয় কমিশন ৷ শুক্রবার সেই সিদ্ধান্তকেই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান ৷ পঞ্জাব প্রদেশের লাহোর এবং মিয়ানওয়ালি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে রিটার্নিং অফিসার এবং আপিলেট ট্রাইব্যুনালসের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী জোড়া পিটিশন দাখিল করেন উচ্চ আদালতে ৷ শনিবার আলি বাকার নাজাফি নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি রয়েছে ৷
তোষাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত ইমরানের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল হয়ে যায় নীতির প্রশ্নে ৷ রিটার্নিং অফিসারের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে আপিলেট ট্রাইব্যুনালসেও ৷ এরপরই হাইকোর্টের দ্বারস্থ সিদ্ধান্ত নেন 71 বছর বয়সি ইমরান ৷