ইসলামাবাদ (পাকিস্তান), 12 মে: সুপ্রিম কোর্ট মুক্তি দেওয়ার পর শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ কড়া নিরাপত্তা বেষ্টনীতে তিনি হাজির হন ইসলামাবাদের উচ্চ আদালতে ৷ আল কাদির ট্রাস্ট মামলাতেই এই হাজিরা ৷
এই মামলাতেই তিনি গ্রেফতার হয়েছিলেন গত মঙ্গলবার ৷ গত বুধবার আদালত তাঁকে আটদিনের জন্য পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা ন্যাবের হেফাজতে পাঠায় ৷ কিন্তু বৃহস্পতিবার পরিস্থিতি একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে যায় ৷ পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেফতারিকে বেআইনি বলে জানিয়ে দেয় ৷ তাঁর মুক্তিরও নির্দেশ দেয় ৷ তাঁর গ্রেফতারির পর ওই দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য প্রশাসনকে কাঠগড়ায় তোলে আদালত ৷
মুক্তি দেওয়ার পাশাপাশি এদিন ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির দিতে বলেছিল পাকিস্তানের শীর্ষ আদালত ৷ সেই মোতাবেক এদিন আদালতে আসেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ৷ তিনি এ দিন আদালতে জামিনের আবেদন করবেন ৷ সেই আবেদনের শুনানি হবে দুই বিচারপতি মিয়াঙ্গুল হাসান ঔরঙ্গজেব ও সামান ইমতিয়াজের বিশেষ বেঞ্চে ৷