তেল আভিভ, 28 অক্টোবর: গাজা উপত্যকায় ইজরায়েলের হামলায় নিহত ইসাম আবু রুকবেহ ৷ তিনি হামাসের এরিয়াল ইউনিটের প্রধান ছিলেন ৷ শুক্রবার রাতভর বিমানহানার সময় রুকবেহ নিহত হন বলে জানিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস এবং শিন বেট সিকিউরিটি সার্ভিসেস ৷
আবু রুকবেহ হামাসের ড্রোন, মানববিহীন আকাশযান, প্যারাগ্লাইডার, এরিয়াল ডিটেকশন সিস্টেম ও বিমান প্রতিরক্ষা তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন । গত 7 অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাস যে হামলা চালিয়েছিল ৷ সেই হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আবু রুকবেহর ৷ দক্ষিণ ইজরায়েলে প্রবেশের জন্য প্যারাগ্লাইডার ব্যবহার ও ইজরায়েল ডিফেন্স ফোর্সেসের পর্যবেক্ষণ পোস্টে ড্রোন হামলার পরিকল্পনা তিনিই করেছিলেন ৷ হামলার সময়ে সমন্বয় সাধনের কাজও তাঁর মাধ্যমে হয়েছিল ৷
গত 14 অক্টোবর আইডিএফ হামাসের বিমান বাহিনীর পূর্ববর্তী প্রধান মুরাদ আবু মুরাদের নিহত হওয়ার খবর দেয় ৷ আইডিএফ 7 অক্টোবর হামাসের হামলায় নিহত সৈন্যদের একজন হিসাবে রিশন লেজিওনের 20 বছর বয়সী সার্জেন্ট শিরেল হাইম পোরকে সনাক্ত করেছে । টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, তাঁর পরিবারকে অবহিত করার পরেই তাঁর নাম প্রকাশ করা হয়েছে ৷
আরও পড়ুন:গাজা যেন মৃত্যুপুরী ! উপগ্রহ চিত্রে ধরা পড়ল আঁতকে ওঠার মতো ছবি
সার্জেন্ট পোর গাজা বিভাগে দায়িত্ব পালন করেছিলেন ৷ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই লড়াইয়ে নিহত সৈনিক, অফিসার এবং সংরক্ষকদের মোট সংখ্যা পৌঁছাল 311-তে । গাজা উপত্যকায় ইজরায়েল ডিফেন্স ফোর্সেসের রাতের স্থল অভিযানের সময়, বেশ কয়েকটি তাদের সঙ্গে হামাস জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয় । তবে, এই সংঘর্ষে কোনও সেনার আহত হওয়ার খবর পাওয়া যায়নি । এদিকে, ইজরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলি শুক্রবার রাতে উত্তর গাজা উপত্যকায় প্রায় 150টি ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে ৷
টাইমস অফ ইজরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, স্থল অভিযানে হামাসের ভূগর্ভে থাকা আস্তানাগুলিতে হামলা চালানো হচ্ছে ৷ এখনও পর্যন্ত এমন দেড়শোটি জায়গায় হামলা চালানো হয়েছে ৷ এই হামলায় হামাসের অনেক জঙ্গি নিহত হয়েছে ৷ এদিকে শুক্রবার রাতে ইজরায়েলের উপর ক্রুজ মিসাইল নিক্ষেপ করে ইরানের প্রক্সি জঙ্গি সংগঠন হাউতিস ৷ তারা ইয়েমেন থেকে এই হামলা চালিয়েছে ৷ যদিও সেই মিসাইল গিয়ে পড়ে ইজরায়েল সীমান্তে মিশরের টাবায় ৷ আহত হন ছ’জন মিশরীয় নাগরিক ৷ এর জন্য ইরানকে কাঠগড়ায় তোলা উচিত বলে মনে করে ইজরায়েল ৷
আরও পড়ুন:দ্বিতীয় স্থল অভিযান ইজরায়েলের, গাজায় মৃতের সংখ্যা ছাড়াল 7 হাজার