স্টকহোম, 19 ডিসেম্বর: অগ্ন্যুৎপাত শুরু হল আইসল্যান্ডের রেইকানেস অঞ্চলে ৷ স্থানীয় সময় সোমবার রাতে এই অগ্ন্যুৎপাতে ভূগর্ভস্থ ম্যাগমা বেরিয়ে আসতে থাকে ৷ লাভার ধোঁয়ায় আকাশ কমলা রঙের হয়ে গিয়েছে ৷ দেশের সিভিল ডিফেন্স এলাকাবাসীকে সতর্ক করেছে ৷ কয়েক সপ্তাহ আগেই রেইকানেস থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরানো হয়েছে ৷ তারপরে এই অগ্ন্যুৎপাত ৷
আইসল্যান্ডের মেটেওরোলজিক্যাল অফিস জানিয়েছে, গ্রিনডাভিক শহর থেকে 4 কিলোমিটার দূরে এই অগ্ন্যুৎপাত হয়েছে ৷ ওয়েব ক্যামে এই অগ্ন্যুৎপাতের ভিডিয়ো রেকর্ড করা হয়েছে ৷ স্থানীয় সময় রাত 10.17 মিনিটে হঠাৎ আলোর ঝলকানি দেখা যায় ৷ আলোর সঙ্গে সঙ্গে অগ্ন্যুৎপাত শুরু হয় ৷ লাভা, গলে যাওয়া পাথর পাহাড়ের চূড়া দিয়ে বেরিয়ে আসতে শুরু করে ৷ উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার এই অগ্ন্যুৎপাতের নির্দিষ্ট জায়গা এবং এই অগ্ন্যুৎপাতের আয়তন চিহ্নিত করার কাজ শুরু করবে ৷ কত পরিমাণে গ্যাস বেরিয়ে আসছে, তাও পরিমাপ করা হবে ৷
আইসল্যান্ডের সিভিল প্রোটেকশন অ্যান্ড ইমারজেন্সি ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, প্রতি সেকেন্ডে কমপক্ষে 100 কিউবিক মিটার জুড়ে এই ম্যাগমা স্রোত বয়ে চলেছে ৷ এটা অনেক বড় ধরনের অগ্ন্যুৎপাত ৷ তাই অন্ততপক্ষে এই এলাকায় যথেষ্ট বড় মাপের অগ্ন্যুৎপাত বলে মনে হচ্ছে ৷