পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Iceland Volcanic Eruption: একাধিক ভূকম্পে আইসল্যান্ডে অগ্ন্যুৎপাতের আশঙ্কা, ঘরবাড়ি খালি করার নির্দেশ প্রশাসনের

ছোট ছোট ভূমিকম্প হয়েই চলেছে আইসল্যান্ডের রেইকানেস অঞ্চলে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, মাটির তলায় লাভা জমে এই কম্পন সৃষ্টি হয়েছে ৷ ওই লাভা ভূ-ত্বক দিয়ে বেরিয়ে আসতে পারে ৷ আর তাই তড়িঘড়ি ঘরবাড়ি খালি করে অন্যত্র চলে যাওয়ার সতর্কতা জারি করল সরকার ৷

ETV Bharat
আইসল্যান্ডে ভূমিকম্প

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 1:46 PM IST

Updated : Nov 11, 2023, 1:54 PM IST

রেইকানেস (আইসল্যান্ড), 11 নভেম্বর: একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে এলাকা ৷ আর তা থেকে এবার অগ্ন্যুৎপাত হতে পারে বলে আশঙ্কা করছে দেশের আবহাওয়া দফতর ৷ তাই জরুরিভিত্তিতে সাধারণ মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিল আইসল্যান্ডের সরকার ৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার জন্যই এমন সিদ্ধান্ত।

স্থানীয় সময় শুক্রবার রাতে বারবার কম্পন অনুভূত হয় রেইকানেস এবং গ্রিনডাভিকের বসবাসযোগ্য এলাকাগুলিতে ৷ এরপরই আইসল্যান্ডের হাওয়া অফিস সতর্কতা জারি করে ৷ পুলিশ প্রশাসন নিরাপত্তার স্বার্থে এলাকাবাসীদের ওই এলাকাগুলির বাসিন্দাদের অন্যত্র যাওয়ার নির্দেশ দেয় ৷

আইসল্যান্ডের সংশ্লিষ্ট প্রশাসন রেইকানেসে জরুরি অবস্থার ঘোষণা করেছে ৷ পাশাপাশি সর্বক্ষণ পরিস্থিতির দিকে নজরও রাখছে সরকার ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, রেইকানেসের কয়েকটি জায়গায় জমি একটু উপরে উঠে এসেছে ৷ গ্রিনডাভিকের দক্ষিণে কম্পন অনুভূত হচ্ছে ৷

স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত এই কম্পনের প্রকৃতি দেখে এবং পাশাপাশি জিপিএসের গতিবিধি দেখার পর মনে করা হচ্ছে, গ্রিনডাভিকের তলায় লাভার চলন শুরু হয়েছে ৷ এখনই এটা জানা সম্ভব নয় যে, ঠিক কোথায় ম্যাগমা বা লাভা রয়েছে বা কোন জায়গায় সেটি ভূ-স্তরের কাছে পৌঁছবে ৷ তবে এই ইঙ্গিত মিলেছে যে, যথেষ্ট পরিমাণে লাভা রয়েছে ৷ ফাগরাডালসফিয়াকে অগ্ন্যুৎপাতের সময় যে পরিমাণ লাভা বেরিয়ে এসেছিল, তার থেকে এই লাভার পরিমাণ অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে ৷ 2021 সালের 19 মার্চ এইরকম কম্পন অনুভূত হয়েছিল ৷

সেই হিসেব অনুযায়ী বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভূকম্পনের বেশ কয়েকদিন পর ম্যাগমা বা লাভা ভূ-ত্বকের সংস্পর্শে পৌঁছতে পারে ৷ এদিকে দেশের সবচেয়ে বড় পর্যটনকেন্দ্র ব্লু লেগুন জিওথার্মাল স্পাটি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ভূকম্পনের ফলে এলাকায় অগ্ন্যুৎপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷

স্বভাবতই এলাকাবাসীর মধ্য়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ যে কোনও মুহূর্তে লাভা বেরিয়ে আসবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ৷ বিগত দু'সপ্তাহেরও বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই রেইকানেস এলাকায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে ৷ এর কারণ ভূত্বকের নীচে জমে ওঠা ম্যাগমা বা লাভা ৷ একটি হিসেব বলছে, 27 অক্টোবর থেকে এই অঞ্চলের জমি 9 সেন্টিমিটার উঁপরে উঠে এসেছে ৷ তবে এখনই লাভা উদগীরণ নাও হতে পারে বলে মনে করছে দেশের আবহাওয়া দফতর ৷ বিশেষজ্ঞরা পরিস্থিতির উপর নজর রাখছেন ৷ পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতি সেরে রাখতে চাইছে আইসল্যান্ড।

আরও পড়ুন:

1. ফের ভূকম্পন দিল্লিতে, কেন্দ্রস্থল এবারও নেপাল

2.দগদগে স্মৃতি উসকে দিল ভূমিকম্প, চারিদিকে হাহাকার ; দেখুন ভিডিয়ো

3.128 ঘণ্টা আটকে ধ্বংস্তূপের নীচে, তারপরও চনমনে একরত্তি !

Last Updated : Nov 11, 2023, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details