পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

US Flights Grounded: বিভ্রাট কাটিয়ে মার্কিন মুলুকে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা - আমেরিকায় বাতিল বিমান

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে গুরুতর কম্পিউটার বিভ্রাট (FAA experiences major computer outage) হওয়ার কারণে আমেরিকাজুড়ে রানওয়েতেই দাঁড়িয়ে ছিল কয়েকশো বিমান (US Flights Grounded)৷ বাতিল হয়েছে 550টি বিমান, দেরিতে চলছে 3700টিরও বেশি বিমান ৷ বিভ্রাট কাটিয়ে ক্রমশ স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা ।

US Flights Grounded ETV Bharat
রানওয়েতেই দাঁড়িয়ে বিমান

By

Published : Jan 11, 2023, 6:08 PM IST

Updated : Jan 11, 2023, 9:23 PM IST

নিউইয়র্ক, 11 জানুয়ারি:কোনও সাইবার হানা নয় ৷ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) গুরুতর কম্পিউটার বিভ্রাটের (FAA experiences major computer outage) কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে রানওয়েতে দাঁড়িয়ে ছিল কয়েকশো উড়ান (US Flights Grounded)৷ তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা । এমনটাই জানানো হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে ।

গুরুতর কম্পিউটার বিভ্রাটের কারণে এর আগে পাইলটদের বার্তা পাঠিয়ে মাঝআকাশ থেকে ফিরিয়ে আনা হয়েছে বেশ কিছু বিমান ৷ তারপরই এফএএ-র তরফে বলা হয়েছিল, "কাজ যেমন এগোবে সেরকমভাবে আমরা ঘন ঘন আপডেট দিতে থাকব ৷" প্রায় 550টি বিমান বাতিল করা হয়েছে ৷ সময় পরিবর্তন হয়েছে 3700টিরও বেশি বিমানের (Hundreds of flights grounded)৷

রানওয়েতেই দাঁড়িয়ে বিমান

সিস্টেম বিভ্রাটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত বিমানের উড়ান বন্ধ রাখা হয়েছিল রাতভোর ৷ এফএএ-এর তরফে বুধবার সকালে দেশের সমস্ত বিমানসংস্থাকে সকাল 9টা পর্যন্ত অভ্যন্তরীণ যাত্রা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এফএএ তার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তার নোটিশ টু এয়ার মিশন (নোটাম) সিস্টেম বুধবার সকালে 'ব্যর্থ' হয় । হোয়াইট হাউজের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনায় সাইবার আক্রমণের কোনও নমুনা নেই ৷ যদিও রাষ্ট্রপতি জো বাইডেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছেন ৷

NOTAM হল একটি বিজ্ঞপ্তি যেখানে উড়ানের সঙ্গে জড়িত সব কর্মীর জন্য প্রয়োজনীয় তথ্য থাকে । অনলাইন ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়্যারের মতে, বুধবার সকাল 7টা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে এবং বাইরে 1,200টিরও বেশি বিমানের উড়ার সময় বিলম্বিত হয় । এফএএ বিবৃতিতে বলা হয়েছিল, "ন্যাশনাল এয়ারস্পেস সিস্টেম জুড়ে অপারেশন প্রভাবিত হয়েছে ৷"

আরও পড়ুন:50 যাত্রীকে টারম্যাকে ফেলেই উড়ে গেল গোফার্স্টের বিমান, নোটিশ ডিজিসিএ-র

সকাল 7:20-এর আগে টুইটারে পোস্ট করা একটি আপডেটে এফএএ বলা হয়েছিল, তারা বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে, তারা সকাল 9টা পর্যন্ত সমস্ত অভ্যন্তরীণ যাত্রা বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে ৷ বিভ্রাটের পর NOTAM সিস্টেমটি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার জন্য এফএএ এখনও কাজ করছে বলে জানানো হয়েছে ৷ এফএএ টুইটে জানিয়েছে, "এফএএ এখনও বিভ্রাটের পরে নোটিশ টু এয়ার মিশন সিস্টেমকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার জন্য কাজ করছে ।"

Last Updated : Jan 11, 2023, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details