নিউইয়র্ক, 11 জানুয়ারি:কোনও সাইবার হানা নয় ৷ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) গুরুতর কম্পিউটার বিভ্রাটের (FAA experiences major computer outage) কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে রানওয়েতে দাঁড়িয়ে ছিল কয়েকশো উড়ান (US Flights Grounded)৷ তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা । এমনটাই জানানো হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে ।
গুরুতর কম্পিউটার বিভ্রাটের কারণে এর আগে পাইলটদের বার্তা পাঠিয়ে মাঝআকাশ থেকে ফিরিয়ে আনা হয়েছে বেশ কিছু বিমান ৷ তারপরই এফএএ-র তরফে বলা হয়েছিল, "কাজ যেমন এগোবে সেরকমভাবে আমরা ঘন ঘন আপডেট দিতে থাকব ৷" প্রায় 550টি বিমান বাতিল করা হয়েছে ৷ সময় পরিবর্তন হয়েছে 3700টিরও বেশি বিমানের (Hundreds of flights grounded)৷
সিস্টেম বিভ্রাটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত বিমানের উড়ান বন্ধ রাখা হয়েছিল রাতভোর ৷ এফএএ-এর তরফে বুধবার সকালে দেশের সমস্ত বিমানসংস্থাকে সকাল 9টা পর্যন্ত অভ্যন্তরীণ যাত্রা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এফএএ তার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তার নোটিশ টু এয়ার মিশন (নোটাম) সিস্টেম বুধবার সকালে 'ব্যর্থ' হয় । হোয়াইট হাউজের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনায় সাইবার আক্রমণের কোনও নমুনা নেই ৷ যদিও রাষ্ট্রপতি জো বাইডেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছেন ৷