পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Fire in Gaza: গাজায় বহুতলে আগুন, 21 প্যালেস্তাইন শরণার্থীর মৃত্যু - গাজায় বহুতলে আগুন

গাজার জাবিলায় শরণার্থী শিবিরে আগুন লেগে 21 জনের মৃত্যু (House Fire in Gaza Strip Kills 21 Palestinians Refugee) ৷ গাজার শাসক হামাসের তরফে জানানো হয়েছে, বাড়িতে মজুত থাকা গ্যাসোলিন থেকে আগুন ছড়িয়েছে ৷

House Fire in Gaza Strip Kills 21 Palestinians Refugee
House Fire in Gaza Strip Kills 21 Palestinians Refugee

By

Published : Nov 18, 2022, 12:19 PM IST

গাজা, 18 নভেম্বর: উত্তর গাজার জাবিলায় একটি শরণার্থী শিবিরে আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে (House Fire in Gaza Strip Kills 21 Palestinians Refugee) ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় চারতলা আবাসনটি একেবারে উপরের তলে আগুন লেগেছে ৷ বহুতলের ওই ফ্লোরে গ্যাসোলিন মজুত করা ছিল ৷ এমনটাই জানিয়েছে, উত্তর গাজার ওই অংশের দখল নেওয়া প্যালেস্তাইন জঙ্গি সংগঠন হামাস ৷ ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের বাইরে কোনও দুর্ঘটনায় গত একবছরে এটি সবচেয়ে ভয়ংকর ঘটনা ৷

সন্ত্রাসবাদী সংগঠন হামাস দ্বারা পরিচালিত সিভিল ডিফেন্সের তরফে জানানো হয়েছে, ঘটনায় ওই বহুতলে থাকা কোনও ব্যক্তি জীবিত নেই ৷ বহুতলটিতে গ্যাসোলিন মজুত থাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে প্রশাসন ৷ তবে, কীভাবে সেখানে গ্যাসোলিনে অগ্নিসংযোগ হল, তা এখনও স্পষ্ট হয়নি ৷ তদন্ত শুরু করেছে হামাসের আধিকারিকরা ৷ ঘটনার ভয়াবহতা নিয়ে স্থানীয়রা জানিয়েছে, জানালার বাইরে আগুনের হলকা বেরিয়ে এসেছিল ৷ রাস্তায় কয়েকশো মানুষের জমায়েত হয়ে গিয়েছিল ৷ পরবর্তী সময়ে দমকল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আরও পড়ুন:এসএসকেএম হাসপাতালে বিধ্বংসী আগুন, দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ সংস্থা এপি’তে প্রকাশিত খবর অনুযায়ী, ইজরায়েল-ইজিপ্ট সংঘর্ষের আবহে গাজার ক্ষমতা বর্তমানে হামাসের হাতে ৷ তবে, বর্তমানে সেখানে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে লোকজন বাড়িতে রান্নার গ্যাস, ডিজেল, গ্যাসোলিনের মতো জ্বালানি মজুত করছে শীতের প্রস্তুতি হিসেবে ৷ ফলে এর আগেও গ্যাস লিক করে বা মোমবাতি থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে গাজায় ৷ ফলে মনে করা হচ্ছে, সেই রকমই ঘরের মধ্যে থাকা আগুনের কোনও উৎস গ্যাসোলিনের সংস্পর্শে এসে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details