ওয়াশিংটন, 3 নভেম্বর:হামাসের বিরুদ্ধে তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়া ইজরায়েলের শক্তি আরও বাড়াতে তাদের সামরিক সহায়তা দিতে রাজি মার্কিন সংসদের উচ্চকক্ষ ৷ বৃহস্পতিবার ইজরায়েলকে সহায়তা করতে 14.5 বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস ৷ তবে এই বিল নিয়ে সেনেটে ডেমোক্র্যাট এবং প্রেসিডেন্ট জো বাইডেনকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ৷ কারণ সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁরা এই বিলে স্বাক্ষর করবেন না ৷ কারণ তাঁদের যুক্তি, এই বিলে ইজরায়েলের পাশাপাশি ইউক্রেনকে সহায়তা করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি ৷
নতুন হাউস স্পিকার মাইক জনসন এই বিল পাশ করাতে উদ্যত হলেও, গাজার প্যালেস্তাইনিদের জন্য মানবিক সহায়তার কথাও এই বিলে নেই বলে মত ডেমোক্র্যাটদের ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে, তিনি বিলটিকে ভেটো দেবেন ৷ 12 জন ডেমোক্র্যাট বেশিরভাগ রিপাবলিকানদের সঙ্গে বিলের পক্ষে ভোটদান করায় 226-196 সংখ্যাগরিষ্ঠতায় বিলটি অনুমোদিত হয়েছে হাউজ অফ রিপ্রেসেন্টেটিভে ৷
রিপাবলিকানদের সঙ্গে ভোট দেওয়া 12 জন ইজরায়েলপন্থী ডেমোক্র্যাট ছিলেন ৷ তাঁরা হলেন, জোশ গোথেইমার, জ্যারেড মস্কোভিটস, ডেবি ওয়াসারম্যান শুল্টজ, লোইস ফ্রাঙ্কেল, জ্যারেড গোল্ডেন, জুয়ান ভার্গাস, অ্যাঞ্জি ক্রেগ, ডন ডেভিস, গ্রেগ ল্যান্ডসম্যান, সো ডারেন, স্টিভেনস এবং ফ্রেডরিকা উইলসন ।