পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas War: ইজরায়েলকে 14.5 বিলিয়ন ডলার সামরিক সহায়তা অনুমোদন করল মার্কিন হাউস, ভেটো দেবেন বাইডেন - জো বাইডেন

US Aid to Israel: ইজরায়েলকে 14.5 বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দিতে অনুমোদন দিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভেটো দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ৷

Israel-Hamas War
ইজরায়েল-হামাস যুদ্ধ

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 12:46 PM IST

ওয়াশিংটন, 3 নভেম্বর:হামাসের বিরুদ্ধে তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়া ইজরায়েলের শক্তি আরও বাড়াতে তাদের সামরিক সহায়তা দিতে রাজি মার্কিন সংসদের উচ্চকক্ষ ৷ বৃহস্পতিবার ইজরায়েলকে সহায়তা করতে 14.5 বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস ৷ তবে এই বিল নিয়ে সেনেটে ডেমোক্র্যাট এবং প্রেসিডেন্ট জো বাইডেনকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ৷ কারণ সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁরা এই বিলে স্বাক্ষর করবেন না ৷ কারণ তাঁদের যুক্তি, এই বিলে ইজরায়েলের পাশাপাশি ইউক্রেনকে সহায়তা করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি ৷

নতুন হাউস স্পিকার মাইক জনসন এই বিল পাশ করাতে উদ্যত হলেও, গাজার প্যালেস্তাইনিদের জন্য মানবিক সহায়তার কথাও এই বিলে নেই বলে মত ডেমোক্র্যাটদের ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে, তিনি বিলটিকে ভেটো দেবেন ৷ 12 জন ডেমোক্র্যাট বেশিরভাগ রিপাবলিকানদের সঙ্গে বিলের পক্ষে ভোটদান করায় 226-196 সংখ্যাগরিষ্ঠতায় বিলটি অনুমোদিত হয়েছে হাউজ অফ রিপ্রেসেন্টেটিভে ৷

রিপাবলিকানদের সঙ্গে ভোট দেওয়া 12 জন ইজরায়েলপন্থী ডেমোক্র্যাট ছিলেন ৷ তাঁরা হলেন, জোশ গোথেইমার, জ্যারেড মস্কোভিটস, ডেবি ওয়াসারম্যান শুল্টজ, লোইস ফ্রাঙ্কেল, জ্যারেড গোল্ডেন, জুয়ান ভার্গাস, অ্যাঞ্জি ক্রেগ, ডন ডেভিস, গ্রেগ ল্যান্ডসম্যান, সো ডারেন, স্টিভেনস এবং ফ্রেডরিকা উইলসন ।

আরও পড়ুন:মানবিক কারণে ইজরায়েল-হামাস যুদ্ধে সাময়িক বিরতির ডাক বাইডেনের

জনসন বলেছেন যে, রিপাবলিকান প্যাকেজ ইজরায়েলকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে, হামাসের হাতে বন্দিদের মুক্ত করবে এবং প্যালেস্তাইনে জঙ্গিগোষ্ঠীকে নির্মূল করবে, যারা গত মাসে ইজরায়েলে 1,400 জনকে গণহত্যা করেছে ৷ জনসনের কথায়, "এই সমস্ত কিছু সম্পন্ন করার সময় আমরা দায়িত্বশীল ব্যয় নিশ্চিত করতে কাজ করব ৷"

ডেমোক্র্যাটরা বলছেন যে, এই পদ্ধতি শুধু ইজরায়েলের জন্য সাহায্য বিলম্বিত করবে । সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার সতর্ক করেছেন যে, 'আশ্চর্যজনকভাবে অস্বাভাবিক' বিলটি সেনেটে পাশ হওয়ার কোনও সুযোগ নেই ।

ABOUT THE AUTHOR

...view details