টরন্টো, 31 জানুয়ারি: কানাডার ব্রাম্পটনে একটি প্রখ্যাত হিন্দু মন্দিরের দেওয়ালে আঁকা হল ভারত-বিরোধী গ্রাফিতি (Canada Hindu Temple Defaced)৷ হয়েছে ভাঙচুরও ৷ এর ফলে সেখানকার ভারতীয়দের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে ৷ টরন্টোতে ভারতীয় কনস্যুলেট জেনারেল সোমবার (স্থানীয় সময়) গৌরী শংকর মন্দিরে ভাঙচুরের নিন্দা করে বলেন যে, এই কাজটি কানাডার ভারতীয় সম্প্রদায়ের অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে (Hindu temple defaced in Canada)।
উদ্বেগ প্রকাশ ভারতীয় দূতাবাসের: কনস্যুলেট অফিস এক বিবৃতিতে বলেছেন, "ভারতীয় ঐতিহ্যের প্রতীক ব্রাম্পটনের গৌরী শংকর মন্দিরকে ভারত-বিরোধী গ্রাফিতি দিয়ে বিকৃত করার তীব্র নিন্দা করছি । ভাঙচুরের ঘৃণ্য কাজ কানাডায় ভারতীয় সম্প্রদায়ের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে । আমরা কানাডার কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগ তুলে ধরেছি ।"
তদন্তের নির্দেশ কানাডা প্রশাসনের: ব্রাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউনও এই ঘটনার নিন্দা করেছেন এবং কানাডিয়ান কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি । ব্র্যাম্পটনের মেয়র টুইট করে লিখেছেন, "এই ঘৃণ্য ভাঙচুরের ঘটনার আমাদের শহর বা দেশে কোনও স্থান নেই ৷" এই হেট ক্রাইমের কথা পিল রিজিয়নাল পুলিশ প্রধান নিশান দুরাইপ্পাকে জানিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন বলে জানান মেয়র । তিনি বলেন, "প্রত্যেকই তাঁদের উপাসনার স্থানে নিরাপদ বোধ করার যোগ্য ।"
এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে কানাডা: কানাডায় মন্দির ভাঙচুরের ঘটনা এটাই প্রথম নয় । এর আগে 2022 সালের সেপ্টেম্বরে কানাডার বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরকে 'কানাডিয়ান খালিস্তানি চরমপন্থীরা' ভারত-বিরোধী গ্রাফিতি দিয়ে বিকৃত করেছিল । কানাডার সাংসদ চন্দ্র আর্য টুইট করে লিখেছিলেন, "কানাডিয়ান খালিস্তানি চরমপন্থীদের দ্বারা টরন্টো বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরের ভাঙচুর সকলের নিন্দা করা উচিত । এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় । কানাডিয়ান হিন্দু মন্দিরগুলিকে সাম্প্রতিক অতীতে এই ধরনের ঘৃণ্য অপরাধের নিশানা করা হয়েছে । হিন্দু কানাডিয়ানরা এতে উদ্বিগ্ন ।"