লাহোর, 14 মার্চ:ইমরান খানকে কি মঙ্গলবারই গ্রেফতার করা হবে ? এ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে ৷ কারণ, এদিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের বাড়ির বাইরে ভিড় জমাতে দেখা যায় সশস্ত্র পুলিশবাহিনীকে (Heavy Police deployed outside Imran Khan House) ৷ বাহিনীর সদস্যদের সাজসজ্জা দেখে মনে হচ্ছে, তাঁরা বুঝি যুদ্ধক্ষেত্রে এসেছেন ! বেলা যত গড়িয়েছে ইমরানের বাসভবনের বাইরে তত বেড়েছে পুলিশের সদস্যসংখ্য়া ৷ পাল্লা দিয়ে বেড়েছে পুলিশের গাড়ির আনাগোনাও ৷ অন্যদিকে, নেতাকে বাঁচাতে পুলিশের সামনে 'দেওয়াল' হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন পিটিআই কর্মীরাও ৷ আর তার জেরেই চড়ছে উত্তেজনার পারদ ৷
প্রসঙ্গত, তোশাখানা মামলায় (Toshakhana Case) সোমবার ইমরান খানকে গ্রেফতার করার নির্দেশ দেয় ইসলামাবাদের একটি আদালত ৷ তার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই আসরে নামে পুলিশ ৷ তাদের তোড়জোড় দেখে মনে হচ্ছে, এদিনই হয়তো গ্রেফতার হতে পারেন ইমরান ৷ বর্তমানে জামান পার্কের বাসভবনে থাকেন ইমরান ৷ এদিন সকাল থেকে সেই বাড়ির বাইরে শুরু হয় পুলিশ মোতায়েনের প্রক্রিয়া ৷ এই বাহিনীর নেতৃত্বে রয়েছেন ইসলামাবাদ পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক ৷ তবে, পুলিশকে 'ফাঁকা মাঠে গোল দেওয়ার' সুযোগ দিতে নারাজ পিটিআই সদস্যরা ৷ তাঁরা জামান পার্কের সর্বত্র ছড়িয়ে পড়েছেন ৷ দল বেঁধে আটকে দিয়েছেন এলাকার সমস্ত রাস্তা ৷