পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

দ্বিতীয় দফায় 13 ইজরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস, তেল আভিভ মুক্ত করল 39 প্যালেস্তিনীয়কে - Hamas releases

Israel-Hamas War: চার দিনের যুদ্ধবিরতি চুক্তি অনুসারে দ্বিতীয় দফায় হামাস 13 জন ইজরায়েলি বন্দিকে মুক্তি দিল ৷ আর তেল আভিভ 39 জন প্যালেস্তিনীয়কে মুক্তি দিয়েছে ৷

Hamas releases Israeli hostages
ইজরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 12:57 PM IST

গাজা স্ট্রিপ, 26 নভেম্বর: যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় দফায় আরও বেশ কয়েকজন বন্দিকে মুক্তি দিল ইজরায়েল ও হামাস ৷ জানা গিয়েছে, রবিবার ইজরায়েল 29 জন প্যালেস্তিনীয়কে মুক্তি দিয়েছে আর হামাস মুক্তি দিয়েছে 13 দন ইজরায়েলিকে ৷ জঙ্গি গোষ্ঠী প্রথমে কয়েক ঘণ্টার জন্য বন্দি মুক্তির বিনিময় বিলম্বিত করে ৷ তারা দাবি করেছিল যে ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে ।

ইজরায়েল যে প্যালেস্তিনীয় বন্দিদের মুক্তি দেয়, তাঁদের নিয়ে একটি বাস রবিবার ভোরে ওয়েস্ট ব্যাংকে পৌঁছয় ৷ রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির বাসটি আল বিরেহে পৌঁছনোর সঙ্গে সঙ্গে শত শত মানুষ সেই বাসকে স্বাগত জানান ।

ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে যে, চার থাই-সহ মুক্তি পাওয়া বন্দিদের ইজরায়েলে পাঠানো হয়েছে । তাঁদের পর্যবেক্ষণে রাখার জন্য এবং তাঁদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে । হামাস একটি ভিডিয়ো প্রকাশ করেছে, যেখানে দেখে মনে হচ্ছে বন্দিরা কাঁপছেন ৷ কিন্তু বেশিরভাগই ভালো শারীরিক অবস্থায় আছেন বলে মনে হয়েছে ৷ কারণ মুখোশধারী জঙ্গিরা তাদের গাজা থেকে রেড ক্রসের গাড়িতে নিয়ে যায় । অবরুদ্ধ ছিটমহল থেকে বেরিয়ে আসার সময় কিছু বন্দি জঙ্গিদের বিদায় জানান ।

মুক্ত হয়ে ফেরার পর জেরুজালেমের নিকটবর্তী কালান্দিয়া শরণার্থী শিবিরে নুরহান আওয়াদকে শতাধিক লোক বীরের মতো স্বাগত জানান ৷ 2016 সালে এই মহিলার বয়স ছিল 17 বছর ৷ সেই সময় কাঁচি দিয়ে একজন ইজরায়েলি সৈন্যকে ছুরিকাঘাত করার চেষ্টা করার জন্য তাকে সাড়ে 13 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল । মুক্তিপ্রাপ্ত প্যালেস্তিনীয় নারী শুরুক দুওয়াইত জেরুজালেমে তাঁর বাড়িতে পৌঁছলে আনন্দিত পরিবারের সদস্যরা তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করেন । দুওয়াইত তাঁর বাড়িতে সাংবাদিকদের বলেন, "আমরা গাজায় আমাদের জনগণের কাছে একটি বার্তা পাঠাই যে, আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি এবং আপনাদের সমর্থন করি ৷"

প্যালেস্তাইনের কয়েকশো মানুষ ওয়েস্ট ব্যাংকের শহর বিতুনিয়ায় মুক্তিপ্রাপ্ত বন্দিদের আগমনের জন্য অপেক্ষা করছিলেন । ইজরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা করেছে যে, শনিবার হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত ইজরায়েলি বন্দিদের মধ্যে সাত শিশু ও ছয়জন নারী রয়েছেন ।

আরও পড়ুন:

  1. যুদ্ধ-বিরতির মাঝে ঘরে ফেরা! চুক্তি মেনে বন্দি মুক্তি ইজরায়েল-হামাসের
  2. গাজায় 4 দিনের যুদ্ধবিরতি, প্যালেস্তাইন বন্দিদের বদলে অপহৃত নাগরিকদের মুক্তির শর্ত!
  3. 'সন্ত্রাস যুদ্ধের থেকেও খারাপ', গাজায় বন্দি ইজরায়েলিদের পরিবারের সঙ্গে বৈঠকে বললেন পোপ ফ্রান্সিস

ABOUT THE AUTHOR

...view details