অবুজা (নাইজেরিয়া), 6 মে : হঠাৎ বুলেট বর্ষণ ৷ সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়তে থাকেন চার্চের ভিতর জড়ো হওয়া মানুষগুলো ৷ বন্দুকধারীদের উন্মাদ তাণ্ডবে প্রাণ খোয়া গিয়েছে অন্তত 50 জনের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার একটি ক্যাথলিক চার্চে (Massacre at Catholic church in southwestern Nigeria) ৷
ওন্ডো জেলা প্রশাসন সূত্রে খবর, রবিবাসরীয় প্রার্থনার জন্য সেখানকার সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে মানুষজন জড়ো হয়েছিলেন চার্চে ৷ তখনই তাঁদের উপর হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু হয় ৷ তাতেই মৃত্যু হয়েছে অন্তত 50 জনের ৷
চার্চের পাশেই থাকেন স্টিভেন ওমোটোও ৷ তিনি জানান, বাড়ি থেকেই তিনি বুলেটের শব্দ পান ৷ দৌড়ে বের হন বাড়ি থেকে ৷ বুঝতে পারেন ঘটনাটি ওই চার্চেই ঘটছে ৷ গিয়ে দেখেন মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ৷ বৃদ্ধ এবং তরুণ সব বয়সিই রয়েছে তাঁদের মধ্যে ৷ পড়ে থাকতে দেখেন শিশুদের দেহও ৷ স্টিভেন জানান, চার্চটির মোট তিনটি প্রবেশ-প্রস্থান দ্বার রয়েছে ৷ সেগুলির মধ্যে সামনের দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে ভিতরে আটকে পড়া মানুষজন পালাতে না পারেন ৷ দরজার বাইরে থেকেই তাঁদের উপর গুলি চালানো হয়েছে ৷