টোকিয়ো, 8 জুলাই:বন্দুকবাজের হামলায় প্রাণ গিয়েছে জাপানের (Japan) প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Shinzo Abe) ৷ শুক্রবার সকালে একটি নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি ৷ পশ্চিম জাপানের নারা (Nara) শহরের রাস্তায় দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময়েই তাঁর উপর হামলা চালানো হয় ৷ তাঁকে লক্ষ করে গুলি করে এক যুবক ৷ পরে হাসপাতালে মৃত্যু শিনজো আবের ৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, বিশ্বের সবথেকে সুরক্ষিত দেশগুলির মধ্যে অন্যতম হল জাপান ৷ এই দেশে আগ্নেয়াস্ত্র আইন অত্যন্ত কঠোর ৷ জাপানি নাগরিকরা চাইলেই ইচ্ছা মতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন না ৷ অথচ, সেই দেশেই প্রকাশ্যে গুলি করে খুন করা হল 67 বছরের শিনজো আবেকে ৷ প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও যিনি জাপানের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসাবেই পরিচিত ছিলেন ৷ চলতি সপ্তাহের শেষেই জাপানি পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ সেই ভোটের জন্যই প্রচারে নেমেছিলেন শিনজো ৷
আরও পড়ুন:Shinzo Abe Passes Away: শেষরক্ষা হল না, মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে
তবে, জাপানে এমন ঘটনা (Gun Violence in Japan) একেবারে নজিরবিহীন নয় ৷ আগেও সে দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তির উপর এমন হামলা চালানো হয়েছে ৷ তেমনই কিছু ঘটনা হল...
1990- সেই সময় জাপানের নাগাসাকি শহরের মেয়র ছিলেন মোতোশিমা হিতোশি (Motoshima Hitoshi) ৷ তাঁকে লক্ষ করে গুলি চালিয়েছিল এক কট্টর দক্ষিণপন্থী ৷ সেই ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন মোতোশিমা ৷