পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Gun Violence in Japan: শিনজো আবেই প্রথম নন, আগেও জাপানে আক্রান্ত হয়েছেন বিশিষ্টরা - শিনজো আবে

শিনজো আবের (Shinzo Abe) আগেও জাপানের একাধিক বিশিষ্ট ব্যক্তি বন্দুকবাজের হামলার (Gun Violence in Japan) মুখে পড়েছেন ৷ তুলে ধরা হল তেমনই কিছু ঘটনা ৷

Gun Violence in Japan happened several times
Gun Violence in Japan: শিনজো আবেই প্রথম নন, আগেও জাপানে আক্রান্ত হয়েছেন বিশিষ্টরা

By

Published : Jul 8, 2022, 7:10 PM IST

টোকিয়ো, 8 জুলাই:বন্দুকবাজের হামলায় প্রাণ গিয়েছে জাপানের (Japan) প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Shinzo Abe) ৷ শুক্রবার সকালে একটি নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি ৷ পশ্চিম জাপানের নারা (Nara) শহরের রাস্তায় দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময়েই তাঁর উপর হামলা চালানো হয় ৷ তাঁকে লক্ষ করে গুলি করে এক যুবক ৷ পরে হাসপাতালে মৃত্যু শিনজো আবের ৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, বিশ্বের সবথেকে সুরক্ষিত দেশগুলির মধ্যে অন্যতম হল জাপান ৷ এই দেশে আগ্নেয়াস্ত্র আইন অত্যন্ত কঠোর ৷ জাপানি নাগরিকরা চাইলেই ইচ্ছা মতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন না ৷ অথচ, সেই দেশেই প্রকাশ্যে গুলি করে খুন করা হল 67 বছরের শিনজো আবেকে ৷ প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও যিনি জাপানের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসাবেই পরিচিত ছিলেন ৷ চলতি সপ্তাহের শেষেই জাপানি পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ সেই ভোটের জন্যই প্রচারে নেমেছিলেন শিনজো ৷

আরও পড়ুন:Shinzo Abe Passes Away: শেষরক্ষা হল না, মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

তবে, জাপানে এমন ঘটনা (Gun Violence in Japan) একেবারে নজিরবিহীন নয় ৷ আগেও সে দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তির উপর এমন হামলা চালানো হয়েছে ৷ তেমনই কিছু ঘটনা হল...

1990- সেই সময় জাপানের নাগাসাকি শহরের মেয়র ছিলেন মোতোশিমা হিতোশি (Motoshima Hitoshi) ৷ তাঁকে লক্ষ করে গুলি চালিয়েছিল এক কট্টর দক্ষিণপন্থী ৷ সেই ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন মোতোশিমা ৷

1992- দেশের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কানেমারু শিন (Kanemaru Shin) একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন ৷ সেই সময় তাঁকে লক্ষ করে গুলি চালায় এক ব্যক্তি ৷ এক্ষেত্রেও হামলাকারী একজন কট্টর দক্ষিণপন্থী ছিল ৷ আর কানেমারু ছিলেন লিবাব়্যাল ডেমোক্রেটিক পার্টির (Liberal Democratic Party) নেতা ৷ তবে, সেই হামলায় ভাইস প্রেসিডেন্ট অক্ষতই ছিলেন ৷

1994- টোকিয়োর একটি হোটেলে হামলাকারীর নিশানা হতে হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী হোসোকাওয়া মোরিহিরোকে (Hosokawa Morihiro) ৷ কিন্তু, এই ঘটনায় তাঁর কোনও ক্ষতি হয়নি ৷

1995- টোকিয়ো শহরেই আরও একটি হামলার ঘটনা ঘটেছিল ন্য়াশনাল পুলিশ এজেন্সির তৎকালীন কমিশনার জেনারেল কুনিমাৎসু তাকাজির (Kunimatsu Takaji) বাসভবনের ঠিক বাইরে ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন কুনিমাৎসু ৷

2007- নাগাসাকি শহরের মেয়র ইতো ইতচোকে (Ito Itcho) গুলি করে খুন করেছিল একদল দুষ্কৃতী ৷

প্রসঙ্গত, অতীত উদাহরণ থাকলেও জাপানে এই ধরনের হামলার ঘটনা অত্যন্ত বিরল ৷ সূত্রের দাবি, শিনজো আবেকে যে আততায়ী খুন করেছে, সে এমন একটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল, যেটি বাড়িতেই তৈরি করা হয়েছিল ৷ প্রশ্ন হল, কড়া নিরাপত্তাবলয় টপকে শিনজোকে গুলি করার মতো জায়গায় ওই যুবক পৌঁছল কীভাবে ! আপাতত তারই উত্তর খুঁজছেন তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details