নয়াদিল্লি, 31 অক্টোবর: গুজরাতের সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) ঘটনায় সমব্যথী বিশ্ব ৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন ৷ দুর্গতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin Gujarat Bride Collapse)৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা (Sher Bahadur Deuba)৷ মর্মাহত ব্রিটেনও ৷
গুজরাতের মর্মান্তিক ঘটনার পর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে শোকবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তিনি বলেছেন, "মাননীয় মিসেস প্রেসিডেন্ট, মিস্টার প্রধানমন্ত্রী, গুজরাতে ব্রিজ ভেঙে পড়ার মর্মান্তিক পরিণতির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন ৷ দয়া করে মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি ও পাশে থাকার কথা জানাবেন ৷ এই বিপর্যয়ে আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করি ৷"
এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও ৷ তিনি টুইটে লিখেছেন, "গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত । মূল্যবান জীবনের ক্ষতির জন্য ভারত সরকার এবং জনগণের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই । আমাদের প্রার্থনা শোকাহত পরিবারগুলির সঙ্গে রয়েছে ৷"