ব্যাংকক, 11 অক্টোবর : সাজার মেয়াদ বৃদ্ধি হল আন সাং সু কি (Aung San Suu Kyi)-র ৷ সেনা শাসনে থাকা মায়ানমারের (Military Ruled Myanmar) আদালত তাঁকে আরও দু’টি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করেছেন ৷ প্রতিটিতে তাঁকে তিন বছর করে সাজা দেওয়া হয়েছে ৷ ফলে সব মিলিয়ে মায়ানমারের এই ক্ষমতাচ্যূত নেত্রীর সাজার মেয়াদ হল 26 বছর ৷
77 বছরের এই নেত্রীকে 2021 সালের 1 ফেব্রুয়ারি আট করা হয় ৷ সেই সময়ই তিনি ক্ষমতাচ্যূত হন ৷ তার পর থেকেই মায়ানমারে সামরিক শাসন শুরু হয়েছে ৷
মাউং উইক নামে এক ব্যবসায়ীর কাছ থেকে 5 লক্ষ 50 হাজার মার্কিন ডলার ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগ রয়েছে সু কি-র বিরুদ্ধে ৷ ওই ব্যবসায়ী কয়েক বছর আগে মাদক পাচারের মামলায় সাজা পেয়েছিলেন ৷ সু কি অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ৷