কলম্বো, 14 জুলাই: চরম অর্থনৈতিক সংকটে দেশ ৷ সেই অবস্থায় ইস্তফা না-দিয়ে বুধবার ভোরে দেশ ছেড়ে পালিয়েছেন সস্ত্রীক গোতাবায়া রাজাপক্ষে ৷ সূত্রের খবর, গতকাল তিনি মালদ্বীপের মালেতে আশ্রয় নিয়েছেন ৷ এবার নাকি সিঙ্গাপুরে পৌঁছনোর অপেক্ষায় রয়েছেন পলাতক প্রেসিডেন্ট (Gotabaya Rajapaksa awaits in Male to depart for Singapore, souces) ৷
এদিকে প্রেসিডেন্ট দেশ ছাড়ার পরে ফের উত্তাল হয়ে উঠেছে ভারতের পড়শি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ৷ গোতাবায়ার সরকারি বাসভবনের দখল নিয়েছে সাধারণ মানুষ ৷ শনিবারই জ্বালিয়ে দেওয়া হয়েছিল রনিল বিক্রমাসিংহের বাড়ি ৷ প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন ৷ তবে আপাতত তিনি দেশের অ্যাকটিং প্রেসিডেন্ট বা কার্যনির্বাহী প্রেসিডেন্ট ৷ গোতাবায়ার কাজকর্ম সামলাবেন তিনি ৷ এদিকে 20 জুলাই সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানা গিয়েছে ৷