পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Gotabaya Rajapaksa: গন্তব্য সিঙ্গাপুর, মালেতে ব্যক্তিগত বিমানের অপেক্ষায় গোতাবায়া! - Sri Lanka Political Crisis

গোতাবায়া রাজাপক্ষে এখন মালদ্বীপের রাজধানী মালেতে ৷ জানা গিয়েছে, সেখান থেকে তিনি সিঙ্গাপুরে যাবেন ৷ অপেক্ষা শুধু একটি ব্যক্তিগত বিমানের ৷ এদিকে জ্বলছে শ্রীলঙ্কা (Gotabaya Rajapaksa) ৷

Gotabaya Rajapaksa to depart Singapore
অপেক্ষারত গোতাবায়া রাজাপক্ষে

By

Published : Jul 14, 2022, 8:07 AM IST

কলম্বো, 14 জুলাই: চরম অর্থনৈতিক সংকটে দেশ ৷ সেই অবস্থায় ইস্তফা না-দিয়ে বুধবার ভোরে দেশ ছেড়ে পালিয়েছেন সস্ত্রীক গোতাবায়া রাজাপক্ষে ৷ সূত্রের খবর, গতকাল তিনি মালদ্বীপের মালেতে আশ্রয় নিয়েছেন ৷ এবার নাকি সিঙ্গাপুরে পৌঁছনোর অপেক্ষায় রয়েছেন পলাতক প্রেসিডেন্ট (Gotabaya Rajapaksa awaits in Male to depart for Singapore, souces) ৷

এদিকে প্রেসিডেন্ট দেশ ছাড়ার পরে ফের উত্তাল হয়ে উঠেছে ভারতের পড়শি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ৷ গোতাবায়ার সরকারি বাসভবনের দখল নিয়েছে সাধারণ মানুষ ৷ শনিবারই জ্বালিয়ে দেওয়া হয়েছিল রনিল বিক্রমাসিংহের বাড়ি ৷ প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন ৷ তবে আপাতত তিনি দেশের অ্যাকটিং প্রেসিডেন্ট বা কার্যনির্বাহী প্রেসিডেন্ট ৷ গোতাবায়ার কাজকর্ম সামলাবেন তিনি ৷ এদিকে 20 জুলাই সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: জ্বলছে শ্রীলঙ্কা ! রাজাপক্ষে দেশ ছাড়তেই জারি জরুরি অবস্থা, কার্যনির্বাহী প্রেসিডেন্ট বিক্রমসিংহে

গতকাল বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাঁর সরকারি বাসভবনের সামনে জড়ো হয় ৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ৷ বুধবার প্রধানমন্ত্রী দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং দেশের পশ্চিমাংশে কার্ফু জারি করা হয়েছে ৷

এক সংবাদসংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এখনও সিঙ্গাপুর এয়ারলাইন্স বিমানে সিঙ্গাপুরে যাননি ৷ মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে মালে থেকে SQ437 বিমানে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন সস্ত্রীক গোতাবায়া এবং তাঁর দুই নিরাপত্তারক্ষী ৷ তাঁর জন্য একটি প্রাইভেট বিমানের ব্যবস্থা করার কথা চলছে বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details