পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Queen Elizabeth II: ধূসর হল রঙিন 'লোগো' ! রানির প্রয়াণে শোকপ্রকাশ গুগলের - গুগল

ব্রিটিশ সম্রাজ্ঞী (British Monarch) রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) প্রয়াণে শোকপ্রকাশ গুগলের ৷ রঙিন 'লোগো' বদলে গেল ধূসরে !

Google Logo turns grey to mourn on Queen Elizabeth II Death
Queen Elizabeth II: ধূসর হল রঙিন 'লোগো' ! রানির প্রয়াণে শোক প্রকাশ গুগলের

By

Published : Sep 11, 2022, 4:06 PM IST

ক্যালিফোর্নিয়া, 11 সেপ্টেম্বর: ব্রিটিশ সম্রাজ্ঞী (British Monarch) রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) প্রয়াণে শোকজ্ঞাপন করতে অভিনব পন্থা অবলম্বন করল গুগল (Google) ৷ তাঁদের রঙিন 'লোগো'টি বদলে দেওয়া হল ধূসর রঙে ! এতদিন বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে নানা ধরনের 'ডুডল' তৈরি করেছে গুগল কর্তৃপক্ষ ৷ বস্তুত, তাদের পরিচয় বহনকারী লোগো নিয়ে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গিয়েছে গুগলকে ৷ কিন্তু, এবার সেসব করা হয়নি ৷ বরং একেবারে অন্যভাবে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়েছে ৷ এমনিতে গুগলের এই 'লোগো'য় একাধিক উজ্জ্বল রঙের ব্যবহার দেখা যায় ৷ তার মধ্য়ে রয়েছে লাল, নীল, হলুদ এবং সবুজ ৷ কিন্তু, আপাতত লোগোর প্রত্যেকটি অক্ষরই ধূসর বর্ণ ধারণ করেছে ৷

উল্লেখ্য, গত 8 সেপ্টেম্বর প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ তাঁর বয়স হয়েছিল 96 বছর ৷ ব্রিটিশ সিংহাসনে টানা সাত দশক আসীন ছিলেন তিনি ৷ তাঁর এই প্রয়াণে সারা বিশ্ব শোকপ্রকাশ করেছে ৷ ভারতের তরফ থেকেও একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে ৷ জাতীয় শোক পালিত হয়েছে আমেরিকাতেও ৷ ব্রিটিশ রাজ পরিবার টানা শোক পালন করছে ৷ রানির দেহ সমাধিস্থ করার সময় থেকে পরবর্তী সাতদিন পর্যন্ত যা অব্যাহত থাকবে ৷

আরও পড়ুন:যুবরাজ থেকে রাজা হলেন তৃতীয় চার্লস ! আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ব্রিটেনের

এদিকে, ইতিমধ্য়েই ব্রিটিশ রাজ সিংহাসনে অভিষেক হয়েছে রাজা তৃতীয় চার্লসের ৷ রাজ পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 19 সেপ্টেম্বর রানিকে সমাধিস্থ করা হবে ৷ উইন্ডসোরের সেন্ট জর্জ চ্যাপেলে সারা হবে সেই প্রক্রিয়া ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিরা সেই অনুষ্ঠানে যেগ দিতে আসবেন ৷

প্রসঙ্গত, এর আগে গত 10 সেপ্টম্বর ভিয়েতনামের 'মিড অটম ফেস্টিভ্য়াল' উপলক্ষে ঝলমলে রঙিন ডুডল বানিয়েছিল গুগল ৷ তারও আগে গত 8 সেপ্টেম্বর প্রয়াত অসমীয়া শিল্পী ভূপেন হাজারিকার 96তম জন্মদিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করা হয়েছিল ৷ 7 সেপ্টেম্বর ডুডলে শুভেচ্ছা জানানো হয়েছিল ব্রাজিলবাসীকে ৷ কারণ, ওই দিনটি ছিল লাতিন আমেরিকার এই দেশটির স্বাধীনতা দিবস ৷ গত 5 সেপ্টেম্বর শ্রমিক দিবস উপলক্ষেও ছিল বিশেষ ডুডলের ব্যবস্থা ৷ অভিনব একটি ডুডল তৈরি করা হয়েছিল গত 2 সেপ্টেম্বরও ৷ সেদিন ছিল ভিয়েতনামের জাতীয় দিবস ৷

ABOUT THE AUTHOR

...view details