ক্যালিফোর্নিয়া, 11 সেপ্টেম্বর: ব্রিটিশ সম্রাজ্ঞী (British Monarch) রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) প্রয়াণে শোকজ্ঞাপন করতে অভিনব পন্থা অবলম্বন করল গুগল (Google) ৷ তাঁদের রঙিন 'লোগো'টি বদলে দেওয়া হল ধূসর রঙে ! এতদিন বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে নানা ধরনের 'ডুডল' তৈরি করেছে গুগল কর্তৃপক্ষ ৷ বস্তুত, তাদের পরিচয় বহনকারী লোগো নিয়ে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গিয়েছে গুগলকে ৷ কিন্তু, এবার সেসব করা হয়নি ৷ বরং একেবারে অন্যভাবে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়েছে ৷ এমনিতে গুগলের এই 'লোগো'য় একাধিক উজ্জ্বল রঙের ব্যবহার দেখা যায় ৷ তার মধ্য়ে রয়েছে লাল, নীল, হলুদ এবং সবুজ ৷ কিন্তু, আপাতত লোগোর প্রত্যেকটি অক্ষরই ধূসর বর্ণ ধারণ করেছে ৷
উল্লেখ্য, গত 8 সেপ্টেম্বর প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ তাঁর বয়স হয়েছিল 96 বছর ৷ ব্রিটিশ সিংহাসনে টানা সাত দশক আসীন ছিলেন তিনি ৷ তাঁর এই প্রয়াণে সারা বিশ্ব শোকপ্রকাশ করেছে ৷ ভারতের তরফ থেকেও একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে ৷ জাতীয় শোক পালিত হয়েছে আমেরিকাতেও ৷ ব্রিটিশ রাজ পরিবার টানা শোক পালন করছে ৷ রানির দেহ সমাধিস্থ করার সময় থেকে পরবর্তী সাতদিন পর্যন্ত যা অব্যাহত থাকবে ৷