পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Google CEO Sundar Pichai: শীঘ্রই গুজরাতে খুলতে চলেছে গুগল সেন্টার, মোদির সঙ্গে বৈঠকের পর ঘোষণা পিচাইয়ের - CEO Sundar Pichai

গুগলের সিইও সুন্দর পিচাই ওয়াশিংটনে মোদির সঙ্গে বৈঠক করেন ৷ তারপরেই তিনি ঘোষণা করেছেন, গুজরাতে একটি সেন্টার খুলতে চলেছে গুগল ৷

Sundar Pichai
গুগলের সিইও সুন্দর পিচাই

By

Published : Jun 24, 2023, 9:59 AM IST

ওয়াশিংটন, 24 জুন:গুজরাতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খুলতে চলেছে গুগল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর স্থানীয় সময় শুক্রবার এমনটাই জানালেন গুগলের সিইও সুন্দর পিচাই ৷ এই সেন্টারটি খোলা হবে গুজরাত ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটিতে ৷ সুন্দর পিচাই আরও জানিয়েছেন, তাঁর কোম্পানি ভারতের বিভিন্ন প্রকল্পে 10 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে চলেছে।

প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে মার্কিন সফরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি সেখানে বিভিন্ন কোম্পানির সিইও'দের সঙ্গে দেখা করেন । সেই তালিকায় ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই ৷ এছাড়াও প্রধানমন্ত্রী মোদি মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা, অ্যাপলের সিইও টিম কুক, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান এবং এএমডি সিইও লিসা সু-এর সঙ্গে আলাপচারিতা করেন।

ভারতীয়-বংশোভূত সুন্দর পিচাই বলেন, "গুজরাতের জিআইএফটি সিটিতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলার কথা ঘোষণা করছি । এটি ভারতের ফিনটেক ব্যবস্থাকে আরও উন্নত করবে ৷ এর জন্য ইউপিআই এবং আধারকে ধন্যবাদ। আমরা সেখানে এই সেন্টারটি তৈরি করতে চলেছি এবং সেটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছি ৷" তিনি জানান, বিশেষ করে ডিজিটাল ইন্ডিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি এবং অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে ভারত যেভাবে অগ্রগতি করেছে, তা দেখে তাঁর খুব ভালো লাগছে ৷

গুগলের সিইও বলেন, "আমি ডিসেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি । আমি তাঁকে জানাই যে গুগল ভারতের ডিজিটাইজেশন ফান্ডে 10 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে ।আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা সংস্থাগুলির মাধ্যমে বিনিয়োগ করে চলেছি । তারই অংশ হিসেবে আমরা 100 ভাষায় বোট আনার উদ্যোগ নিয়েছি । আমরা খুব শীঘ্রই আরও ভারতীয় ভাষায় বট নিয়ে আসছি ।"

আরও পড়ুন:আমেরিকায় বসেই এইচ ওয়ান বি ভিসার পুনর্নবীকরণ করা যাবে, বড ঘোষণা মোদির

খড়গপুর আইআইটির এই প্রাক্তনী আরও জানান, ডিজিটাল ইন্ডিয়ার প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি সময়ের থেকে অনেক এগিয়ে । তিনি এখন এটিকে একটি ব্লুপ্রিন্ট হিসেবে দেখছেন ৷ তা দেখে অন্যান্য দেশ অনুপ্রাণিত হচ্ছে ৷ তারাও এরকম ডিজিটাল ব্যবস্থা করতে চাইছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details