ওয়াশিংটন, 24 জুন:গুজরাতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খুলতে চলেছে গুগল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর স্থানীয় সময় শুক্রবার এমনটাই জানালেন গুগলের সিইও সুন্দর পিচাই ৷ এই সেন্টারটি খোলা হবে গুজরাত ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটিতে ৷ সুন্দর পিচাই আরও জানিয়েছেন, তাঁর কোম্পানি ভারতের বিভিন্ন প্রকল্পে 10 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে চলেছে।
প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে মার্কিন সফরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি সেখানে বিভিন্ন কোম্পানির সিইও'দের সঙ্গে দেখা করেন । সেই তালিকায় ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই ৷ এছাড়াও প্রধানমন্ত্রী মোদি মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা, অ্যাপলের সিইও টিম কুক, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান এবং এএমডি সিইও লিসা সু-এর সঙ্গে আলাপচারিতা করেন।
ভারতীয়-বংশোভূত সুন্দর পিচাই বলেন, "গুজরাতের জিআইএফটি সিটিতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলার কথা ঘোষণা করছি । এটি ভারতের ফিনটেক ব্যবস্থাকে আরও উন্নত করবে ৷ এর জন্য ইউপিআই এবং আধারকে ধন্যবাদ। আমরা সেখানে এই সেন্টারটি তৈরি করতে চলেছি এবং সেটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছি ৷" তিনি জানান, বিশেষ করে ডিজিটাল ইন্ডিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি এবং অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে ভারত যেভাবে অগ্রগতি করেছে, তা দেখে তাঁর খুব ভালো লাগছে ৷