সানফ্রান্সিসকো, 15 নভেম্বর: সম্মতি ছাড়াই ব্যবহারকারীদের লোকেশন ট্র্যাক করেছে গুগল ৷ তার মাশুল হিসেবে 391.5 মিলিয়ন মার্কিন ডলার (39.15 কোটি মার্কিন ডলার) গুনতে হবে বহুজাতিক সংস্থাটিকে ৷ আমেরিকার 40টি স্টেটের বিভিন্ন ব্যবহারকারী কখন কোথায় যাচ্ছেন, সেই তথ্য জোগাড় করেছে গুগল ৷ এই কাজে গ্রাহকরা রাজি কি না, তা জানার প্রয়োজন বোধ করেনি ৷ এই অভিযোগে ঐতিহাসিক এবং বিপুল পরিমাণ অর্থ দিতে হবে গুগলকে ৷ গত মাসে এক অভিযোগে অ্যারিজোনায় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সঙ্গে সমঝোতায় আসতে 85 মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন সংস্থাটি (Google secretly tracking the location of users) ৷
ওরেগন ও নেব্রাস্কার অ্যাটর্নি জেনারেল-এলিন রোজ়েনব্লাম (Ellen Rosenblum) এবং ডগ পিটারসনের (Doug Pterson) নেতৃত্ব এই নতুন মীমাংসা করবে গুগল ৷ লোকেশন ট্র্যাকিং নিয়ে দু'ভাগে তদন্ত হয়েছে ৷ তাই ওরেগন পাবে 14 কোটি 8 লক্ষ 563 মার্কিন ডলার ৷ ওরেগনের এজি রোজ়েনব্লাম বলেন, "বছরের পর বছর ধরে গুগল ব্যবহারকারীদের গোপনীয়তার উপর লাভ করাকে অগ্রাধিকার দিয়ে এসেছে ৷" সোমবার একটি বিবৃতিতে তিনি জানান, "গ্রাহকেরা ভেবেছেন তাঁরা গুগলে 'লোকেশন ট্র্যাকিং' বন্ধ করে রেখেছেন ৷ কিন্তু কোম্পানিটি সবার আড়ালে তাঁরা কোথায় যাচ্ছেন তা রেকর্ড করেছ৷ সেই তথ্য বিজ্ঞাপনদাতাদের দিয়েছে ৷"