কলম্বো, 15 এপ্রিল : 'গো গোটা গো', স্লোগানে ভরে উঠেছে গাল্লে ফেস গ্রিন চত্বর ৷ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সমুদ্রের তীরবর্তী এলাকা ৷ এখানেই থাকেন প্রেসিডেন্টের সেক্রেটারিয়েট ৷ দেশের চরম অর্থনৈতিক দুর্দশার জন্য গোটাবায়া রাজপক্ষেকে দায়ী করে সিংহলি, তামিল, মুসলিম সকলে একসঙ্গে গলা মিলিয়েছেন তাঁর বিরুদ্ধে (Go Gota Go slogan echoes outside Gotabaya Rajapaksa Secretariat in Colombo Sri Lanka) ৷
এক বিক্ষোভকারী বললেন, "সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ চলছে৷ মানুষ অসম্ভব যন্ত্রণায় দিন কাটাচ্ছে ৷ তাই মানুষ ন্যায় বিচার চাইছে৷ সিংহলি, তামিল, মুসলিম প্রত্যেকে জড়ো হয়েছে এখানে ৷ সরকার প্রসঙ্গে সবাই একই কথা বলছে ৷ সব শ্রীলঙ্কাবাসী বিচার চাইছে ৷" আরেক শ্রীলঙ্কাবাসী জানালেন, আজ শ্রীলঙ্কায় নতুন বছরের প্রথম দিন ৷ এমন দিনে ঘরে ঘরে উৎসব হয় ৷ আক্ষেপ করে তিনি বললেন, "এ বছর 100 টাকা দামের জিনিস 400 টাকায় পৌঁছেছে ৷ কারওর কাছে টাকা নেই ৷ সরকার টাকা নিয়ে কী করেছে ? দেশটা দেউলিয়া হয়ে গেল কেন ? কেউ কিছু জানে না ৷"