পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Srilanka Echoes 'Go Gota Go' : গো গোটা গো, স্লোগান তুলে রাজাপক্ষের বিরুদ্ধে পথে শ্রীলঙ্কাবাসী

'গো গোটা গো' স্লোগানে একজোট শ্রীলঙ্কাবাসী ৷ রাজাপক্ষের ইস্তফা চেয়ে ধর্মনির্বিশেষে প্রেসিডেন্টের বাড়ির সামনে ঢল নেমেছে মানুষের (Srilanka Echoes Go Gota Go) ৷

By

Published : Apr 15, 2022, 9:29 AM IST

Sri Lankan Protesters in Colombo beachfront
সাগরতীরে শ্রীলঙ্কাবাসীর প্রতিবাদ

কলম্বো, 15 এপ্রিল : 'গো গোটা গো', স্লোগানে ভরে উঠেছে গাল্লে ফেস গ্রিন চত্বর ৷ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সমুদ্রের তীরবর্তী এলাকা ৷ এখানেই থাকেন প্রেসিডেন্টের সেক্রেটারিয়েট ৷ দেশের চরম অর্থনৈতিক দুর্দশার জন্য গোটাবায়া রাজপক্ষেকে দায়ী করে সিংহলি, তামিল, মুসলিম সকলে একসঙ্গে গলা মিলিয়েছেন তাঁর বিরুদ্ধে (Go Gota Go slogan echoes outside Gotabaya Rajapaksa Secretariat in Colombo Sri Lanka) ৷

এক বিক্ষোভকারী বললেন, "সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ চলছে৷ মানুষ অসম্ভব যন্ত্রণায় দিন কাটাচ্ছে ৷ তাই মানুষ ন্যায় বিচার চাইছে৷ সিংহলি, তামিল, মুসলিম প্রত্যেকে জড়ো হয়েছে এখানে ৷ সরকার প্রসঙ্গে সবাই একই কথা বলছে ৷ সব শ্রীলঙ্কাবাসী বিচার চাইছে ৷" আরেক শ্রীলঙ্কাবাসী জানালেন, আজ শ্রীলঙ্কায় নতুন বছরের প্রথম দিন ৷ এমন দিনে ঘরে ঘরে উৎসব হয় ৷ আক্ষেপ করে তিনি বললেন, "এ বছর 100 টাকা দামের জিনিস 400 টাকায় পৌঁছেছে ৷ কারওর কাছে টাকা নেই ৷ সরকার টাকা নিয়ে কী করেছে ? দেশটা দেউলিয়া হয়ে গেল কেন ? কেউ কিছু জানে না ৷"

আরও পড়ুন : Sri Lanka State of Emergency Revoke : জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট রাজাপক্ষে

রাজাপক্ষের পদত্যাগের দাবিতে প্রতিবাদ চলছে দেশজুড়ে ৷ তাঁর বিরুদ্ধে দুর্নীতি আর ভুল প্রশাসনের অভিযোগ উঠেছে ৷ বিক্ষোভকারী বললেন, "আমাদের প্রেসিডেন্ট বেরিয়ে আসুন ৷ দেশের এমন অবস্থা কেন হল, আমাদের এর কারণ জানান ৷ আমি সব দায়িত্বশীল দেশবাসীকে এককাট্টা হতে বলছি ৷ একটা সমাধানের রাস্তা বের করতে হবে ৷ আমরা প্রেসিডেন্টকে গদি থেকে হঠাতে ঐক্যবদ্ধ এবং বাকি যারা এই দুর্নীতির জন্য দায়ী, তাদেরও ৷"

দেশের মার্কসিস্ট দল জেভিপি আগামী সপ্তাহে জনগণের সমর্থনে এবং রাজাপক্ষে সরকারের পতনে বিশাল সমাবেশ করবে ৷ ইতিমধ্যে, গতকাল, বিরোধী দলনেতা সজিথ প্রেমাদাস প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে একটি ইমপিচমেন্ট মোশনে স্বাক্ষর করেছেন৷ পাশাপাশি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details