হায়দরাবাদ, 10 ডিসেম্বর: আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ জি-মেল পরিষেবা । সমস্যার কয়েক কোটি ব্যবহারকারী । সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রায় ঘণ্টাখানেক ধরে এই সমস্যা চলছে । জি-মেল অ্যাপ এবং ডেক্সটপ ভার্সন, দু'য়েই বিভ্রাট চলছে (Gmail is down for several users) । প্রায় ঘণ্টাদেড়েক পরে পরিষেবা স্বাভাবিক হয় ।
Gmail down: বিশ্বজুড়ে স্তব্ধ জি-মেল ! সমস্যায় কয়েক কোটি ব্যবহারকারী, ঘণ্টাখানেক পর স্বাভাবিক পরিষেবা - সমস্যায় কয়েক কোটি ব্যবহারকারী
জি-মেল অ্যাপ এবং ডেক্সটপ ভার্সন, দু'য়েই বিভ্রাট চলে (Gmail is down for several users) । প্রায় ঘণ্টাদেড়েক পরে পরিষেবা স্বাভাবিক হয় ।
![Gmail down: বিশ্বজুড়ে স্তব্ধ জি-মেল ! সমস্যায় কয়েক কোটি ব্যবহারকারী, ঘণ্টাখানেক পর স্বাভাবিক পরিষেবা Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17171266-thumbnail-3x2-gmail.jpeg)
Etv Bharat
গুগল ড্যাশবোর্ডের তরফে বলা হয়েছে, "জি-মেল একটি সমস্যার সম্মুখীন হয়েছে । ব্যবহারকারীদের ইমেল পাঠাতে দেরি হতে পারে । আমাদের টিম সমস্যাটি দেখছে ।" সংস্থাটির তরফে জানানো হয়েছে, "যে সব ইমেল পাঠানো সম্ভব হয়নি তা পুনরুদ্ধার করে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার কাজ চলছে।"
আরও পড়ুন: আর নয় সীমাহীন স্টোরেজ, গুগল ড্রাইভের ফ্রি স্টোরেজকে কাজে লাগান এভাবে
Last Updated : Dec 10, 2022, 11:00 PM IST