বিত হনুন (গাজা), 27 অক্টোবর: কিছুদিন আগেও সেখানে ছিল পাকা বাড়ি। ছিল রাস্তা ঘাট। দোকান-বাজারও ছিল। ছিল একটা গোটা লোকালয় ৷ আজ সেখানে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু পরে নেই ৷ নরক বলে যদি কিছু থেকে থাকে ঠিক সেটাই হয়ে উঠেছে গাজা ৷ গাজার সাম্প্রতিক পরিস্থিতি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। সেই ছবি দেখে মনে হবে ইজরায়েলি হামলার পর কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছে গাজা ৷ হামাস জঙ্গিদের হামলার প্রত্যুত্তরে গাজায় ইজরায়েল এয়ার স্ট্রাইক করে। তারপর আমূল বদলে যায় গাজার অবস্থা। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে করুণ পরিনীতির সেই ভয়াবহ ছবি ৷
7 অক্টোবর হামাস জঙ্গিদের ইজরায়েলের উপর অতর্কিত আক্রমণে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন ৷ বেশ কিছুটা সময় ধাতস্থ হওয়ার পর পালটা প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল ৷ ক্রমাগত গাজা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ৷ তাতেই পুরোপুরি বিধ্বস্ত গাজা ৷ ম্যাক্সার টেকনোলজির স্যাটেলাইট ইমেজে উঠে আসা যুদ্ধের আগে ও পরের পরিস্থিতি পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷
ছবিতে দেখা গিয়েছে, গাজার বেইত হনুন শহরের চার তলা-পাঁচতলা ভবন মাটিতে মিশে গিয়েছে ৷ কোনও কোনও বাড়ির অস্তিত্বই বোঝা যাচ্ছে না ৷ আবার কিছু বাড়ি আধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ৷ কোনও কোনও বাড়ি আবার তাসের ঘরের মতো মিশে গিয়েছে মাটিতে ৷ সবমিলিয়ে বেইত হনুনকে স্যাটেলাইট ইমেজে ধূসর মরুভূমি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না ৷