পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

78th UNGA: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী সদস্যপদ বাড়াতে প্রস্তাব ভারত-সহ জি4 দেশগুলির

Calls for Expansion of UN Security Council by G4 countries: সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জগুলির ক্ষেত্রে কার্যকরী ও সময়োপযোগী ব্যবস্থা নিয়ে রাষ্ট্রসংঘ সফল হয়নি ৷ সেই কারণেই, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সদস্যপদ সম্প্রসারণের প্রস্তাব রাখল জি4-এর সদস্য দেশগুলি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 2:57 PM IST

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সদস্যপদ সম্প্রসারণের প্রস্তাব জি4-এর সদস্য দেশগুলির ৷ ব্রাজিল, জার্মানি এবং ভারত-সহ অন্যান্য দেশগুলি এই আবেদন জানিয়েছে ৷ তবে, শুধু অস্থায়ী সদস্যপদ নয়, রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদের আসন বৃদ্ধির আবেদনও করেছেন জি4-এর সদস্য দেশগুলি ৷

78তম ইউএনজিএ সম্মেলন চলাকালীন সাইডলাইনে বৈঠক করেন জি4 দেশগুলির বিদেশমন্ত্রীরা ৷ সেখানে ব্রাজিলের মাউরো ভিয়েরা, জার্মানির আনালেনা বেয়ারবক, জাপানের ইয়োকো কামিকাওয়া এবং ভারতের বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় বর্মা উপস্থিত ছিলেন ৷ সেই বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গঠনগত কাঠামো সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা করেন জি4 সদস্য দেশগুলির বিদেশমন্ত্রী এবং তার প্রতিনিধিরা ৷ যে বৈঠকে মন্ত্রীদের আলোচনায় বলা হয়, একাধিক জটিল সমস্যার কারণে চাপের মুখে পড়ছে বহুপাক্ষিকতা ৷

এই বৈঠকে সকলেই একমত যে, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জগুলির ক্ষেত্রে কার্যকরী ও সময়োপযোগী ব্যবস্থা নিয়ে রাষ্ট্রসংঘ সফল হয়নি ৷ আর সেই কারণে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গঠনগত কাঠামোর বদল জরুরি বলে মনে করে জি4-এর সদস্য দেশগুলি ৷ আর এই সংস্কারের মাধ্যমে রাষ্ট্রসংঘকে আরও শক্তিশালী করে সমসাময়িক ভূ-রাজনৈতিক সমস্যাগুলির বাস্তব দিক ফুটিয়ে তোলার কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন:কানাডা এখন জঙ্গিদের নিরাপদ আশ্রয়, অভিযোগ বিদেশমন্ত্রকের

রাষ্ট্রসংঘের স্থায়ী ও অস্থায়ী সদস্যপদ বাড়ানোর উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, এর মাধ্যমে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আরও অনেক প্রতিনিধি যেমন বাড়বে ৷ তেমনি রাষ্ট্রসংঘ আরও বেশি দক্ষ, কার্যকরী হবে বিশ্বের নানান সমস্যার সমাধানের নিরিখে ৷ সেই সঙ্গেই জি4 সদস্য দেশগুলি এই গুরুত্বপূর্ণ ও জরুরি ইস্যুতে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে মত পোষণ করেছে ৷ তাঁরা স্বীকার করে নিয়েছেন যে, রাষ্ট্রসংঘের গ্রহণযোগ্যতা বাড়াতে এর আমূল সংস্কার প্রয়োজন ৷

এমনকি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের উন্নয়নশীল দেশগুলির সদস্য পদ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে জি4-এর সদস্য দেশগুলি ৷ তাদের মতে, উন্নয়নশীল দেশগুলিকে এগিয়ে নিয়ে যেতে, তাদের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যপদে অন্তর্ভুক্তি খুব জরুরি ৷

ABOUT THE AUTHOR

...view details