নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সদস্যপদ সম্প্রসারণের প্রস্তাব জি4-এর সদস্য দেশগুলির ৷ ব্রাজিল, জার্মানি এবং ভারত-সহ অন্যান্য দেশগুলি এই আবেদন জানিয়েছে ৷ তবে, শুধু অস্থায়ী সদস্যপদ নয়, রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদের আসন বৃদ্ধির আবেদনও করেছেন জি4-এর সদস্য দেশগুলি ৷
78তম ইউএনজিএ সম্মেলন চলাকালীন সাইডলাইনে বৈঠক করেন জি4 দেশগুলির বিদেশমন্ত্রীরা ৷ সেখানে ব্রাজিলের মাউরো ভিয়েরা, জার্মানির আনালেনা বেয়ারবক, জাপানের ইয়োকো কামিকাওয়া এবং ভারতের বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় বর্মা উপস্থিত ছিলেন ৷ সেই বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গঠনগত কাঠামো সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা করেন জি4 সদস্য দেশগুলির বিদেশমন্ত্রী এবং তার প্রতিনিধিরা ৷ যে বৈঠকে মন্ত্রীদের আলোচনায় বলা হয়, একাধিক জটিল সমস্যার কারণে চাপের মুখে পড়ছে বহুপাক্ষিকতা ৷
এই বৈঠকে সকলেই একমত যে, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জগুলির ক্ষেত্রে কার্যকরী ও সময়োপযোগী ব্যবস্থা নিয়ে রাষ্ট্রসংঘ সফল হয়নি ৷ আর সেই কারণে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গঠনগত কাঠামোর বদল জরুরি বলে মনে করে জি4-এর সদস্য দেশগুলি ৷ আর এই সংস্কারের মাধ্যমে রাষ্ট্রসংঘকে আরও শক্তিশালী করে সমসাময়িক ভূ-রাজনৈতিক সমস্যাগুলির বাস্তব দিক ফুটিয়ে তোলার কথা বলা হয়েছে ৷