নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি ৷ পুজো সেরেই ঋষি সুনাক সোজা রাজঘাটে চলে যান ৷ আজ জি-20 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে মহাত্মা গান্ধির সমাধিস্থলে যান বিশ্বের রাষ্ট্রনায়করা ৷ রবিবার অক্ষরধাম মন্দিরের চারদিকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল ৷ মন্দিরে যাওয়ার রাস্তাজুড়ে কড়া পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো ৷ এমনই আবহে এদিন ভোরে বিশাল কনভয় নিয়ে অক্ষরধাম মন্দিরের পথে রওনা দেন সস্ত্রীক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷
শনিবার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঋষি সুনাক বলেছিলেন, "দিল্লির অক্ষরধাম মন্দিরে যাব ৷" শুক্রবার, 7 সেপ্টেম্বর অক্ষতাকে নিয়ে তিনি ভারতে আসেন ৷ এদিনই তিনি বলেছিলেন, "আমি একজন গর্বিত হিন্দু ৷ আমি এভাবেই বড় হয়েছি ৷ আর আমি এটাই ৷ আশা করি, আমি মন্দিরে যেতে পারব ৷" শনিবার জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ঋষি ৷ এরপর রবিবার সকালেই দিল্লির অক্ষরধাম মন্দিরে গেলেন তিনি ৷
পিটিআই সূত্রে খবর, মন্দিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডিকে স্বাগত জানান সন্ন্যাসীরা ৷ অক্ষরধাম মন্দিরের শীর্ষ নেতৃত্বও সেখানে হাজির ছিলেন ৷ মন্দিরের মহন্ত স্বামী মহারাজ তরফে থেকে শুভেচ্ছা বার্তা জানানো হয় দম্পতিকে ৷