স্টকহোম, 6 অক্টোবর: ঘোষিত হল 2022 সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ৷ বিশ্ব সাহিত্যে অবদানের জন্য নোবেল (Nobel prize in Litareture) পেলেন অ্যানি আর্নোউ (Nobel Prize 2022) ৷ সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয় । নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে, তাঁর সাহস এবং ধৈর্যের সঙ্গে শিকড়ের সন্ধান, ব্যক্তিগত স্মৃতির সম্পর্ককে লিখনে তুলে আনার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হল ।
ফরাসি লেখিকা অ্যানি 1940 সালে জন্মগ্রহণ করেন ৷ নরম্যান্ডির ছোট শহর ইভেটোতে বেড়ে ওঠেন তিনি ৷ ছোটবেলা কেটেছে আর্থিক কষ্টে, যদিও তা কোনওভাবেই তাঁর উচ্চাভিলাষের দমবন্ধ করে দিতে পারেনি ৷ প্রলেতারিয়েৎ সমাজের অংশ অ্যানি নিবিড়ভাবে লক্ষ্য করেছেন বুর্জোয়া সমাজের বিচরণ ৷ সেসবই উঠে এসেছে তাঁর লেখায় ৷ তাঁর বই 'আ উওম্যানস স্টোরি', 'আ ম্যানস প্লেস', 'আই রিমেন ইন ডার্কনেস' নজর কেড়েছে ৷ শুধু ফরাসি ভাষাই, জার্মান ভাষাতেও সাহিত্যে অবদান রয়েছে তাঁর ৷
আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন কার্লন বের্তজ্জি, মর্টান মেডেল ও কে ব্যারি শার্পলেস