পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 6, 2022, 4:56 PM IST

Updated : Oct 6, 2022, 7:42 PM IST

ETV Bharat / international

Nobel Prize 2022: সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নোউ

সাহিত্যে নোবেল (Nobel prize in Literature) পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নোউ (Nobel Prize 2022) ৷

Etv Bharat
Etv Bharat

স্টকহোম, 6 অক্টোবর: ঘোষিত হল 2022 সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ৷ বিশ্ব সাহিত্যে অবদানের জন্য নোবেল (Nobel prize in Litareture) পেলেন অ্যানি আর্নোউ (Nobel Prize 2022) ৷ সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয় । নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে, তাঁর সাহস এবং ধৈর্যের সঙ্গে শিকড়ের সন্ধান, ব্যক্তিগত স্মৃতির সম্পর্ককে লিখনে তুলে আনার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হল ।

ফরাসি লেখিকা অ্যানি 1940 সালে জন্মগ্রহণ করেন ৷ নরম্যান্ডির ছোট শহর ইভেটোতে বেড়ে ওঠেন তিনি ৷ ছোটবেলা কেটেছে আর্থিক কষ্টে, যদিও তা কোনওভাবেই তাঁর উচ্চাভিলাষের দমবন্ধ করে দিতে পারেনি ৷ প্রলেতারিয়েৎ সমাজের অংশ অ্যানি নিবিড়ভাবে লক্ষ্য করেছেন বুর্জোয়া সমাজের বিচরণ ৷ সেসবই উঠে এসেছে তাঁর লেখায় ৷ তাঁর বই 'আ উওম্যানস স্টোরি', 'আ ম্যানস প্লেস', 'আই রিমেন ইন ডার্কনেস' নজর কেড়েছে ৷ শুধু ফরাসি ভাষাই, জার্মান ভাষাতেও সাহিত্যে অবদান রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন কার্লন বের্তজ্জি, মর্টান মেডেল ও কে ব্যারি শার্পলেস

এর আগে প্রি দি লা লাঙ্গে ফ্রাঁসে-র মতো সম্মান এসেছে আর্নোউয়ের ঝুলিতে । আন্তর্জাতিক লেখক হিসেবে যুক্ত হয়েছেন রয়্যাল সোসাইটি অফ লিটরেচারের সঙ্গে । এর আগে 16 জন মহিলা সাহিত্য়িকের ঝুলিতে এসেছে নোবেল পুরস্কার ৷ 17তম মহিলা সাহিত্যিক হিসেবে এই স্বীকৃতির মালকিন হলেন ফরাসি জীবনদর্পণের রূপকার ৷

আরও পড়ুন: কোয়ান্টাম মেকানিক্সে অবদান ! পদার্থবিদ্যায় নোবেল পেলেন অ্যাসপেক্ট-ক্লজার-জেইলিংগার

প্রসঙ্গত, 1901 সাল থেকে সাহিত্যে 114টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে । মাঝে 1914, 1918, 1935, 1940, 1941, 1942 এবং 1943 সালে এই পুরস্কার দেওয়া হয়নি ৷ 2022 সালের নোবেল শান্তি পুরস্কার শুক্রবার এবং 10 অক্টোবর অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হবে। পুরস্কারগুলির মধ্যে 10 মিলিয়ন সুইডিশ ক্রোনার নগদ পুরস্কার রয়েছে যা 10 ডিসেম্বর হস্তান্তর করা হবে ।

Last Updated : Oct 6, 2022, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details