লন্ডন, 26 জুলাই: ব্রিটেনের আদালতে জরিমানা হল ভারতীয় বংশোদ্ভুত এক আইনজীবীর ৷ তাঁকে আদালত 28 মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে ৷ একটি আর্থিক প্রতারণার মামলায় তাঁকে জরিমানা করেছে আদালত ৷ এই মামলায় 2010 সালেই তাঁকে সাজা দেওয়া হয় ৷ ওই আইনজীবীর নাম ভদ্রেশ গোহিল ৷ বয়স 58 বছর৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাইজেরিয়ার ডেল্টা প্রদেশের প্রাক্তন গভর্নরকে সাহায্য় করে লক্ষ লক্ষ পাউন্ড সেখানকার নাগরিকদের কাছ থেকে হাতিয়ে নেন ৷ সেই মামলাতেই 2010 সালে তাঁর 10 বছরের কারাদণ্ড হয়েছিল ৷ এবার আর্থিক জরিমানা হল ৷
গোহিলের ক্লায়েন্ট জেমস ইবোরি ছিলেন নাইজেরিয়ার ডেল্টা প্রদেশের গভর্নর ৷ অভিযোগ, ইবোরি গর্ভনর হিসেবে তাঁর পদ ব্যবহার করে ডেল্টা প্রদেশের জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন ৷ সেই টাকায় লন্ডন, ওয়াশিংটন ডিসি এবং টেক্সাসে বিলাসবহুল সম্পত্তি কেনেন ৷ দামি গাড়িও কেনেন একাধিক ৷ সেই কাজে তাঁকে পূর্ণ সহযোগিতা করেছিলেন গোহিল ৷ সেই কারণে তিনি পেয়েছিলেন 42.2 মিলিয়ন পাউন্ড ৷ এই সংক্রান্ত অভিযোগেই আদালত তাঁকে জরিমানা করেছে ৷ সোমবার ব্রিটেনের আদালত জানিয়েছে, গোহিলকে হয় 28.2 মিলিয়ন পাউন্ড জরিমানা হিসেবে দিতে হবে, না হলে ছ’বছরের জেল হবে গোহিলের ৷