পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

UK Court Order in Fraud Case: প্রতারণার মামলায় ব্রিটেনে জরিমানা ভারতীয় বংশোদ্ভুত আইনজীবীকে - নাইজেরিয়ার ডেল্টা প্রদেশে প্রতারণা

British-Indian solicitor to pay 28 million pounds in fraud case: নাইজেরিয়ার ডেল্টা প্রদেশে প্রতারণায় সেখানকার গর্ভনরকে সাহায্য করার অভিযোগে ভারতীয় বংশোদ্ভুত এক আইনজীবীকে জরিমানা করল ব্রিটেনের আদালত ৷ তাঁকে 28 মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে ৷

UK Court Order in Fraud Case
UK Court Order in Fraud Case

By

Published : Jul 26, 2023, 3:28 PM IST

লন্ডন, 26 জুলাই: ব্রিটেনের আদালতে জরিমানা হল ভারতীয় বংশোদ্ভুত এক আইনজীবীর ৷ তাঁকে আদালত 28 মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে ৷ একটি আর্থিক প্রতারণার মামলায় তাঁকে জরিমানা করেছে আদালত ৷ এই মামলায় 2010 সালেই তাঁকে সাজা দেওয়া হয় ৷ ওই আইনজীবীর নাম ভদ্রেশ গোহিল ৷ বয়স 58 বছর৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাইজেরিয়ার ডেল্টা প্রদেশের প্রাক্তন গভর্নরকে সাহায্য় করে লক্ষ লক্ষ পাউন্ড সেখানকার নাগরিকদের কাছ থেকে হাতিয়ে নেন ৷ সেই মামলাতেই 2010 সালে তাঁর 10 বছরের কারাদণ্ড হয়েছিল ৷ এবার আর্থিক জরিমানা হল ৷

গোহিলের ক্লায়েন্ট জেমস ইবোরি ছিলেন নাইজেরিয়ার ডেল্টা প্রদেশের গভর্নর ৷ অভিযোগ, ইবোরি গর্ভনর হিসেবে তাঁর পদ ব্যবহার করে ডেল্টা প্রদেশের জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন ৷ সেই টাকায় লন্ডন, ওয়াশিংটন ডিসি এবং টেক্সাসে বিলাসবহুল সম্পত্তি কেনেন ৷ দামি গাড়িও কেনেন একাধিক ৷ সেই কাজে তাঁকে পূর্ণ সহযোগিতা করেছিলেন গোহিল ৷ সেই কারণে তিনি পেয়েছিলেন 42.2 মিলিয়ন পাউন্ড ৷ এই সংক্রান্ত অভিযোগেই আদালত তাঁকে জরিমানা করেছে ৷ সোমবার ব্রিটেনের আদালত জানিয়েছে, গোহিলকে হয় 28.2 মিলিয়ন পাউন্ড জরিমানা হিসেবে দিতে হবে, না হলে ছ’বছরের জেল হবে গোহিলের ৷

বিচারক এই দুর্নীতি প্রকাশ্যে আনার জন্য তদন্তকারী সংস্থার প্রশংসা করেছেন বিচারক ৷ তিনি জানান, সব মিলিয়ে 128 মিলিয়ন পাউন্ড বাজেয়াপ্ত করা হবে ৷ আর সেই টাকা নাইজেরিয়ার প্রতারিতদের কাছে ফিরিয়ে দেওয়া হবে ৷ তাঁর তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে এই প্রতারণায় শুধু ইবোরি বা গোহিল জড়িত নয় ৷ নাইজেরিয়া থেকে অর্থ অন্যত্র পাচার করতে ইবোরি তাঁর স্ত্রী, বোন ও প্রেমিকাকেও ব্যবহার করেছে ৷

আরও পড়ুন:ব্রিটেনে নেশাগ্রস্ত মহিলাকে ধর্ষণ, ছ'বছরের সাজা ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের

ABOUT THE AUTHOR

...view details