দের আল-বালাহ, 24 নভেম্বর: শুরু হল যুদ্ধবিরতি ৷ সাময়িক এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল ও হামাস ৷ বৃহস্পতিবারই এই কথা ঘোষণা করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ৷ শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা থেকে গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ আপাতত চারদিন বন্ধ থাকবে ৷ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, আজ বিকেলে ইজরায়েল 13 জন প্যালেস্তাইন বন্দিকে মুক্ত করবে ৷ আর অন্যদিকে হামাস 7 অক্টোবর যাঁদের অপহরণ করেছিল, তাঁদের মধ্যে 50 জনকে ইজরায়েল সরকারের হাতে তুলে দেবে ৷
বৃহস্পতিবার কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদমাধ্যমে জানান, শুক্রবার বিকেল 4টের সময় হামাস 13 জন মহিলা ও শিশুকে ফিরিয়ে দেবে ৷ মুক্তি পাওয়া অপহৃতদের তালিকা তৈরি হয়ে গিয়েছে এবং তা ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কাছে পাঠানো হয়েছে ৷ এবার ইজরায়েল তাদের জেল থেকে যে প্যালেস্তাইন নাগরিকদের ছেড়ে দেবে, তাঁদের তালিকা পাঠাবে কাতারের কাছে ৷
এই প্রসঙ্গে কাতারের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, "আমাদের কাছে দুই পক্ষের তালিকা এসে পৌঁছলে তখন আমরা এই বন্দিদের হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে পারব ৷" দামন এবং মেগিডো- এই দু'টি জেল থেকে প্যালেস্তাইনের বন্দিরা ওয়েস্ট ব্যাঙ্কের হাইফায় অফের জেলে যাবেন ৷ এটি রামাল্লার দক্ষিণ-পূর্বে অবস্থিত ৷ সেখানে রেড ক্রস তাঁদের চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন ৷ বন্দি ও অপহৃতদের মুক্ত করা ছাড়াও যুদ্ধবিরতির চারদিন ধরে গাজায় ত্রাণ সামগ্রী ঢুকবে ৷
ইজরায়েল ও হামাসের মধ্যে এই মধ্যস্থতায় কাতার ছাড়াও মিশর ও আমেরিকাও অংশ নিয়েছে ৷ এই চারদিনের প্রতিদিন গাজায় ত্রাণসামগ্রী বোঝাই 200টি ট্রাক ঢোকার অনুমতি দিয়েছে মিশর ৷ এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় এই সময়ে 1 লক্ষ 30 হাজার লিটার জ্বালানিও যাবে ৷ আর 4টি গ্যাসের ট্রাকও ঢুকবে ৷ সব ঠিক থাকলে এই চারদিনে 50 জন অপহৃত বন্দিদের মুক্তি দেবে হামাস ৷ তার পরিবর্তে 150 জন প্যালেস্তাইন বন্দি ফিরে আসবে গাজায় ৷
আরও পড়ুন:
- গাজায় যুদ্ধ-বিরতিতে সম্মতি ইজরায়েলের ! মহিলা-শিশু বন্দিদের মুক্তি দিক হামাস, শর্ত নেতানিয়াহুর
- 'ইজরায়েলের সঙ্গে নিরাপদ সীমান্তে স্বাধীন প্যালেস্তাইনের প্রতিষ্ঠা হোক', রাষ্ট্রসংঘে জানাল ভারত
- লোহিত সাগরে জাহাজ অপহরণ ! হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করুক ইজরায়েল, দাবি হাউদির