নিউইয়র্ক, 9 জুন: হোয়াইট হাউজের 200-র বেশি গোপন নথি লোপাটের ঘটনায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হল ৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ট্রাম্পের বিরুদ্ধে 7টি ফেডেরাল ক্রিমিনাল চার্জ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, আগামী মঙ্গলবার মায়ামি ফেডেরাল কোর্টে তাঁকে হাজিরা দিতেও বলা হয়েছে ৷ ট্রাম্প নিজে টুইট করে একথা জানিয়েছেন ৷ জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে হোয়াইট হাউস ছাড়ার পর মিথ্যে বিবৃতি দেওয়ার অভিযোগ রয়েছে ৷
এ দিন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "আমি কখনও ভাবিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে ৷ বিশেষ করে যিনি দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনমত নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন তাঁর সঙ্গে এরকম ঘটতে পারে আমার জানা ছিল না ৷ এখনও সেই রেকর্ড বজায় রয়েছে ৷ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান-দু'দল থেকে হওয়া প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছি আমি ৷ আমি নিরাপরাধ!"
উল্লেখ্য, ট্রাম্প এবং তাঁর টিমের বিরুদ্ধে হোয়াইট হাউসে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গোপনীয় নথি লোপাট করার অভিযোগ উঠেছে ৷ ওই নথিগুলি হোয়াইট হাউসের জাতীয় সংগ্রহশালায় ফিরিয়ে দেওয়ার কথা ৷ এর জন্য কর্তৃপক্ষের তরফে বেশ কয়েকমাস অপেক্ষাও করা হয় ৷ অভিযোগ প্রায় দু’শোরও বেশি গোপনীয় নথি ট্রাম্পের টিম সেখান থেকে সরিয়েছে ৷
আরও পড়ুন:গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প, নিজেকে নির্দোষ দাবি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতির