পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Donald Trump: হোয়াইট হাউসের গোপন নথি লোপাট মামলা, ফের ট্রাম্পকে তলব আদালতের - হোয়াইট হাউসের গোপন নথি লোপাট

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের আদালত তলব করা হল ৷ হোয়াইট হাউজের গোপন নথি লোপাট মামলায় তাঁর বিরুদ্ধে 7টি ফেডেরাল ক্রিমিনাল চার্জ দেওয়া হয়েছে ৷ আগামী মঙ্গলবার তাঁকে মায়ামি ফেডেরাল কোর্টে হাজিরা দিতে হবে ৷

Donald Trump ETV BHARAT
Donald Trump

By

Published : Jun 9, 2023, 1:00 PM IST

নিউইয়র্ক, 9 জুন: হোয়াইট হাউজের 200-র বেশি গোপন নথি লোপাটের ঘটনায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হল ৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ট্রাম্পের বিরুদ্ধে 7টি ফেডেরাল ক্রিমিনাল চার্জ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, আগামী মঙ্গলবার মায়ামি ফেডেরাল কোর্টে তাঁকে হাজিরা দিতেও বলা হয়েছে ৷ ট্রাম্প নিজে টুইট করে একথা জানিয়েছেন ৷ জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে হোয়াইট হাউস ছাড়ার পর মিথ্যে বিবৃতি দেওয়ার অভিযোগ রয়েছে ৷

এ দিন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "আমি কখনও ভাবিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে ৷ বিশেষ করে যিনি দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনমত নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন তাঁর সঙ্গে এরকম ঘটতে পারে আমার জানা ছিল না ৷ এখনও সেই রেকর্ড বজায় রয়েছে ৷ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান-দু'দল থেকে হওয়া প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছি আমি ৷ আমি নিরাপরাধ!"

উল্লেখ্য, ট্রাম্প এবং তাঁর টিমের বিরুদ্ধে হোয়াইট হাউসে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গোপনীয় নথি লোপাট করার অভিযোগ উঠেছে ৷ ওই নথিগুলি হোয়াইট হাউসের জাতীয় সংগ্রহশালায় ফিরিয়ে দেওয়ার কথা ৷ এর জন্য কর্তৃপক্ষের তরফে বেশ কয়েকমাস অপেক্ষাও করা হয় ৷ অভিযোগ প্রায় দু’শোরও বেশি গোপনীয় নথি ট্রাম্পের টিম সেখান থেকে সরিয়েছে ৷

আরও পড়ুন:গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প, নিজেকে নির্দোষ দাবি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতির

তবে, তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে পালটা সরব হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ৷ তাঁকে আদালতে হাজিরা দিতে বলে যে নোটিশ পাঠানো হয়েছে, সেটিকে 'ডার্ক ডে অফ ইউনাইটেড স্টেট' বলে উল্লেখ করেছেন ট্রাম্প ৷ তিনি বলেন, "এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা কালো দিন ৷ আমাদের দেশ গুরুতর পরিস্থিতির মধ্যে রয়েছে । দ্রুত পতনের দিকে এগোচ্ছে ৷ কিন্তু, আমরা আবারও সবাই একসঙ্গে আমেরিকাকে মহান দেশ হিসেবে গড়ে তুলব ৷"

আরও পড়ুন:'দেশ উচ্ছন্নে যাচ্ছে', বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প

উল্লেখ্য, 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ফের প্রেসিডেন্ট নির্বাচন ৷ সেখানে আবারও রিপাব্লিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়বেন ট্রাম্প ৷ তবে, ট্রাম্পের বিরুদ্ধে গোপননথি নয়ছয়ের মামলায় দ্বিতীয়বার অভিযুক্ত এবং আদালতে তলব করা হয়েছে ৷ এই পুরো বিষয়টিতে মার্কিন বিচারবিভাগ নিজেরা তদন্ত করছে ৷

ট্রাম্পের হোয়াইট হাউস ছাড়ার পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই 2022 সালের অগস্ট মাসে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একশোর বেশি গোপন নথি উদ্ধার করে ৷ সে বছরেই জুন মাসে ট্রাম্পের টিম 38টি গোপন নথি ফেরত দিয়েছিল ৷ কিন্তু, তাদের কাছে আরও নথি রয়েছে বলে জানিয়েছে এফবিআই ৷ এবার সেই মামলায় আদালতের সমন পেলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ।

ABOUT THE AUTHOR

...view details