কলম্বো, 11 মে : নিরাপত্তাজনিত কারণে বাসভবন থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষেকে ত্রিনকোমালি নৌ-ঘাঁটিতে এয়ারলিফট করেছে শ্রীলঙ্কা সেনাই ৷ বুধবার দেশের সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দ্বীপরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব কমল গুণারত্নে ৷ একই সঙ্গে তিনি জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী যেখানে ইচ্ছে আশ্রয় নিতে পারেন ৷ তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করবে সেনাই (Former Sri Lankan PM to stay in naval base until normalcy returns) ৷
প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, যতই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান না কেন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে আজীবন সরকারি নিরাপত্তা প্রাপ্য মহিন্দা রাজাপক্ষের ৷ 2019 দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে 2005-15 শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন মহিন্দা ৷ স্বাধীনতা পরবর্তী সময় দেশের সর্বাপেক্ষা অর্থনৈতিক সংকটকালে উপায়ান্তর না-দেখে সম্প্রতি পদত্যাগ করেন তিনি ৷ সোমবার রাজাপক্ষে সমর্থক এবং সরকার বিরোধী আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হিংসাত্মক চেহারা নেওয়ায় প্রধানমন্ত্রী পদ ছাড়েন মহিন্দা রাজাপক্ষে (Mahinda Rajapaksa stepped down from his post on Monday) ৷