ইসলামাবাদ, 11 অগস্ট: পাকিস্তানে ফিরতে চলেছেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ এই ঘোষণা করেছেন নওয়াজের ভাই তথা পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷ তিনি জানিয়েছেন যে নওয়াজের বিরুদ্ধে বিচারাধীন মামলা রয়েছে, সেগুলিতে উপস্থিত থাকার জন্যই দেশে ফিরছেন তাঁর দাদা ৷ পাশাপাশি আগামী মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রচারেও নামবেন নওয়াজ ৷
তিনি এখন ব্রিটেনে রয়েছেন ৷ বছর 73-এর নওয়াজ 2019 সাল থেকে সেখানে রয়েছেন ৷ যাকে তাঁর স্বঘোষিত নির্বাসন বলা হয়ে থাকে ৷ 2018 সালে আল-আজিজিয়া মিলস ও অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নওয়াজ । তার পর থেকে ব্রিটেনে স্বঘোষিত নির্বাসনে রয়েছেন তিনি ৷
বৃহস্পতিবার পাকিস্তানের জিও নিউজকে একটি সাক্ষাৎকার দেন শেহবাজ শরিফ ৷ সেখানেই তিনি এই কথা জানান ৷ পাশাপাশি জানিয়েছেন যে লন্ডনে তিনি দাদার সঙ্গে দেখা করতেও যাবেন ৷ তার পরই দেশে ফিরতে পারেন নওয়াজ ৷ উল্লেখ্য, দোষী সাব্যস্ত হওয়ার পর জেলে যেতে হয় নওয়াজকে ৷ তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ৷ লাহোরের জেলে তাঁকে রাখা হয় ৷ কিন্তু চিকিৎসার জন্য তিনি বিদেশে যাওয়ার অনুমতি পান ৷ সেই চিকিৎসার জন্য গিয়ে তিনি ফেরেননি ৷