ইসলামাবাদ, 21 অক্টোবর:পূর্ব ঘোষণা মতো দেশে ফিরলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ শনিবার দুপুরে একটি বিশেষ বিমানে দুবাই থেকে ইসলামাবাদে আসেন শরিফ ৷ দীর্ঘ 4 বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন নওয়াজ শরিফ ৷ আগামী বছর জানুয়ারিতেই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা ৷ বর্তমানে তদারকি সরকারের অধীনে রয়েছে পাকিস্তান ৷ মনে করা হচ্ছে আসন্ন নির্বাচন উপলক্ষে দলের রনকৌশল ঠিক করতে ও ক্ষমতা দখলের পরামর্শ নেতা-কর্মীদের দিতে এই সময়ে দেশে ফিরলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর 73 বছর বয়সি প্রধান ৷
উল্লেখ্য, বৃহস্পতিবার (19 অক্টোবর) ইসলামাবাদ হাইকোর্ট নওয়াজ শরিফের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করেছে ৷ 24 অক্টোবর পর্যন্ত তাঁকে এই রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট ৷ পাকিস্তানের দুর্নীতি বিরোধী তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর 2টি মামলায় অভিযুক্ত শরিফ ৷ যদিও বৃহস্পতিবার সংস্থাটির তরফে তাঁর অন্তর্বর্তীকালীনের জামিনের বিরোধিতা করা হয়নি ৷ 2017 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রীর পদ খোয়ান নওয়াজ শরিফ ৷ 2016 সালে পানামা পেপার মামলায় নাম জড়িয়েছিল নওয়াজ শরিফের পরিবারের ৷ যদিও শরিফ আগেই দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণদিত ৷