ইসলামাবাদ, 9 মে: গ্রেফতার করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রধান ইমরান খানকে ৷ সাংবাদসংস্থা জানিয়েছে, মঙ্গলবার দুপুরে তাঁকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স বাহিনী ৷
এদিন হাইকোর্টে যাওয়ার আগে একটি টুইটারে একটি ভিডিয়োবার্তা শেয়ার করেন ইমরান খান ৷ সেখানে তিনি, তাঁর গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন ৷ জানান, তাঁকে গ্রেফতার করা হলেও তিনি ভয় পান না ৷ তিনি পাকিস্তান ছেড়ে যাবেন না ৷ এই ভিডিয়োবার্তায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, পাকিস্তানের বর্তমান অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ ৷ ক'দিন পর মানুষই রাস্তায় নেবে আসবেন ৷ তাঁর কথায়, "আমি জেলে যেতে তৈরি ৷ আমার বিরুদ্ধে কোনও কেস নেই ৷ কিন্তু যদি ওয়ারেন্ট থাকে তা আমায় দেখালে আমি নিজেই জেলে চলে যান ৷ এরজন্য কোনও নাটক, অশান্তি বা বিপুল অর্থ খরচ করে পুলিশ ও পাক রেঞ্জার্স বাহিনীকে আদালত চত্বরে নিয়ে আসার প্রয়োজন নই ৷ আমি কোনও অপরাধী নই ৷"
এদিন ইমরানের দল পিটিআই-এর তরফে বিভিন্ন সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো শেয়ার করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে পাক রেঞ্জার্স বাহিনীর সদস্যরা রীতিমতো কলার চেপে ধরে গাড়িতে তুলছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷ জানা গিয়েছে, তাঁকে গ্রেফতার করে কোনও এক অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্সের দল ৷