কায়রো, 15 সেপ্টেম্বর: লিবিয়া সরকার শুক্রবার বন্যা কবলিত দেরনা শহরে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ লিবিয়ায় অনুসন্ধানকারী দল 11 হাজার 300 জনের দেহ উদ্ধার করেছে ৷ সংবাদ সংস্থা এপি’র খবর অনুযায়ী এখনও নিখোঁজ 10 হাজার 100 জন নিখোঁজ রয়েছেন ৷ কাদা এবং ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল ৷ গত সোমবার লিবিয়ায় ভারী বৃষ্টিতে দু’টি বাঁধ ভেঙে যায় ৷ যার যেরে ওইদিন ভোরবেলায় ভূমধ্যসাগরের উপকূলীয় শহরে ব্যাপক বন্যায় 10 হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে ৷
2014 সাল থেকে তৈল সম্পদে সমৃদ্ধ লিবিয়া বিভিন্ন আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের দ্বারা সমর্থিত পূর্ব ও পশ্চিমের প্রতিদ্বন্দ্বী সরকারের মধ্যে বিভক্ত হয়ে রয়েছে ৷ দেরনা শহর খালি করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব লিবিয়ার অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা আধিকারিক সালাম আল-ফারগানি ৷ তিনি জানিয়েছেন, শুধুমাত্র অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে শহরের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে ৷ লিবিয়ান রেড ক্রিসেন্ট বাহিনী জানিয়েছে, 11 হাজার 300 জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৷ ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার অন্যান্য জায়গাতেও প্রায় 170 জন মারা গিয়েছে ৷