করাচি,18 ফেব্রুয়ারি: দীর্ঘ গুলির লড়াইয়ের পর অবেশেষে করাচির পুলিশ প্রধানের নিয়ন্ত্রণ ফিরে পেল নিরাপত্তা বাহিনী । তাদের গুলিতে মৃত্যু হল তেহরিক-ই-তালিবানের 5 জঙ্গির। সূত্রের দাবি, নিরাপত্তা বাহিনীর জওয়ানরা প্রায় 4 ঘণ্টা ধরে লড়াই চালিয়ে পুলিশ প্রধানের দফতর জঙ্গি মুক্ত করেছেন । গভীর রাতে পরিস্থিতি সামাল দেওয়ার পর দেখা যায় 5 জঙ্গির পাশাপাশি 2 পুলিশ কর্মী, 1 জন আধাসেনার জওয়ান এবং 1 জন সাধারণ নাগরিকেরও প্রাণ গিয়েছে (A civilian also got killed in the firing incident )।
অভিযান শেষ হওয়ার পর টুইটারে সেই খবর জানান পাকিস্তানের সিন্ধ সরকারের মুখপাত্র মুর্তাজা ওয়াহাব । টুইটে তিনি লেখেন,"করাচির পুলিশ প্রধানের দফতর জঙ্গিদের কবল মুক্ত করা গিয়েছে। এই ঘটনায় 5 জঙ্গির প্রাণ গিয়েছে । তার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে নিরাপত্তারক্ষীদের গুলিতে। বাকি দু'জন আত্মঘাতী হয়েছে।"
ওয়াহাব আরও জানান, 5 জঙ্গি ছাড়াও নিরাপত্তা বাহিনীর ৩ জন সদস্য এবং 1 জন সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে । তাছাড়া মোট 17 জন আহত হয়েছেন এই হামলায় । পুলিশ সূত্রে আরও খবর, শনিবার সকাল থেকে গোটা ভবনটিতে তল্লাশি চালিয়ে দেখা হবে । কোথাও কোনও বিস্ফোরক লুকিয়ে রাখা আছে কিনা সেটা জানতেই হবে তল্লাশি।