আন্তাকিয়া (তুরস্ক), 11 ফেব্রুয়ারি: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের (Turkey Earthquake Update) দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত ৷ তুরস্কের ইসকেন্দেরুন শহরে ভারতের তরফে একটি অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হয়েছে ৷ সেই হাসপাতালে অসংখ্য মানুষের চিকিৎসা চলছে ৷ স্থানীয় বাসিন্দারা বলছেন, এই মুহূর্তে সবথেকে জরুরি হল চিকিৎসা পরিষেবা ৷ ভারতের তরফে সেই ব্যবস্থাই করা হয়েছে ৷ এদিকে, ইতিমধ্যেই ভূমিকম্পের জেরে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 25 হাজার ! এই মৃত্যুমিছিলের মধ্যেই ঘটছে মন ভালো করা কিছু ঘটনা ৷ যেমন- শনিবার ধ্বংসস্তূপের নীচে থেকে একই পরিবারের পাঁচজন সদস্যকে জীবন্ত উদ্ধার করা হয় ! এই ঘটনায় কিছুক্ষণের জন্য হলেও খুশিতে ঝলমল করে ওঠে ঘটনাস্থলে উপস্থিত সকলের মুখ ৷
স্থানীয় সূত্রের জানা গিয়েছে, পাঁচজনের ওই পরিবারের সদস্যরা গত পাঁচদিন ধরে ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন ! এদিন প্রথমে পরিবারের কর্ত্রী হাব্বাকে টেনে বের করা হয় ৷ তাঁর সঙ্গেই বের করে আনা হয়, ওই মহিলার মেয়ে ফতমাগুলকে ৷ পরবর্তীতে মহিলার স্বামী এবং তাঁদের আরও এক মেয়ে এবং একমাত্র ছেলেকেও উদ্ধার করা হয় ৷ ঘটনাটি ঘটে গাজিয়ান্তেপ প্রদেশের নুরদাগ শহরে ৷ উদ্ধার হওয়া মহিলার স্বামীর নাম হাসান ৷ তাঁদের অন্য এক মেয়ে এবং ছেলের নাম যথাক্রমে জেইনেপ এবং সলতিক ৷
আরও পড়ুন:ধ্বংসস্তূপের নীচে মেয়ের দেহ, হাত ধরে বসে রয়েছেন বাবা ! ছবিতে চোখে জল বিশ্বের