ওয়াশিংটন ও তেল আভিভ, 10 অক্টোবর: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং ইজরায়েল ৷ রাশিয়ার সামরিক অভিযানের প্রথম থেকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা ৷ এবার মধ্যপ্রাচ্যের ইজরায়েলকেও অস্ত্র-সহ বিভিন্ন ভাবে সাহায্য করতে চায় বাইডেন প্রশাসন ৷ শনিবার এই হামলার পরেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বাস দিয়েছিলেন, আমেরিকা ইজরায়েলের পাশে আছে ৷ সোমবার পেন্টাগনের এক উচ্চাধিকারিক এই কথা জানিয়েছেন ৷ এদিকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, হামাসের অতর্কিত আক্রমণের জেরে বহু মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে ৷
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজ পাঁচটি দেশের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে ৷ তাতে আমেরিকা-সহ ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ব্রিটেন- এই পাঁচটি দেশই একসঙ্গে ইজরায়েলের জন্য কাজ করবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছে ৷ তারা ইজরায়েলের মিত্র দেশ বলে ঘোষণা করেছে ৷ ইজরায়েল যাতে নিজেকে রক্ষা করতে পারে, তার জন্য পাঁচটি দেশ একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ৷
এই বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যান্যুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর স্কোলজ, ইতালির প্রধানমন্ত্রী মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের উপর হামাস গোষ্ঠীর সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন ৷ এই আক্রমণের কোনও যথার্থতা নেই বলে সমালোচনা করেছে পাঁচটি দেশ ৷ পাশাপাশি ইজরােয়েলকে সবরকম সাহায্য করার কথা জানিয়েছে ৷