খাইবার পাখতুনখোয়া, 26 ডিসেম্বর: আগামী বছরের 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন ৷ প্রতিবেশী দেশের এই নির্বাচনে প্রথমবার কোনও হিন্দু মহিলা মনোনয়ন পেশ করেছেন ৷ পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে উল্লেখ করে সংবাদসংস্থা এএনআই এমনটা জানিয়েছে ৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার পিকে-25 আসন থেকে সাভিরা প্রকাশ নামে ওই মহিলা তাঁর মনোনয়ন পেশ করেছেন ৷ তাও আবার সাধারণ কোটার আসনে নিজের মনোনয়ন জমা করেছেন তিনি ৷ এটি পাকিস্তানের 16তম জাতীয় অ্যাসেম্বলি নির্বাচন ৷
বিলাবল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টির টিকিটে নিজের মনোনয়ন পেশ করেছেন সাভিরা ৷ এমনকী হিন্দু সমাজের সদস্য হলেও, নির্বাচনে নিজের জয় সম্পর্কে আশাবাদী তিনি ৷ উল্লেখ্য, সাভিরার বাবা ওম প্রকাশ একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং গত 35 বছর ধরে তিনি পাকিস্তান পিপলস পার্টির এক একনিষ্ঠ সদস্য হিসেবে কাজ করছেন ৷ বাবার থেকে অনুপ্রাণিত হয়েই সাভিরা খাইবার পাখতুনখোয়ার বুনের জেলা থেকে পাকিস্তানের সাধারণ অ্যাসেম্বলি নির্বাচনে মনোনয়ন পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷
পাকিস্তানের সংবাদপত্র ডনের খবর অনুযায়ী, বুনের জেলার এক নামী রাজনীতিক তথা কোয়ামি ওয়াতন পার্টির সদস্য সালিম খান জানিয়েছেন, সাভিরা প্রকাশ বুনের জেলার প্রথম কোনও মহিলা যিনি আসন্ন সাধারণ অ্যাসেম্বলি নির্বাচনে সাধারণ আসনে নিজের মনোনয়ন পেশ করেছেন ৷ উল্লেখ্য, সাভিরা 2022 সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে স্নাতক হয়েছেন ৷ এর পর তিনি বুনের জেলায় পাকিস্তান পিপলস পার্টির মহিলা সংগঠনের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ৷
সাভিরা জানিয়েছেন, জেলা তথা খাইবার পাখতুনখোয়ার মহিলাদের সার্বিক উন্নয়ন করা তাঁর লক্ষ্য ৷ মহিলাদের সুরক্ষিত পরিবেশ এবং তাঁদের অধিকার রক্ষার জন্য আইনি পথে তিনি কাজ করতে চান ৷ আর নির্বাচনী প্রচারে তাঁর অন্যতম ইস্যু হবে, উন্নয়নমূলক ক্ষেত্রে শুরুর দিন থেকে মহিলাদের অবহেলা ও দমিয়ে রাখার যে রীতি চালু রয়েছে, তার বিরুদ্ধে সরব হওয়া ৷
আরও পড়ুন:
- 'ভাই 1000 শতাংশ সুস্থ রয়েছে', দাউদের মৃত্যুর খবর উড়িয়ে দাবি ছোটা শাকিলের
- মানব পাচার সন্দেহ! 303 ভারতীয়-সহ ফ্রান্সে জরুরি অবতরণ বিমানের
- ফ্রান্সে আটক বিমান 4 দিন পর 303 ভারতীয়কে নিয়ে আজ সকালে ফিরল মুম্বইয়ে