ক্যালিফোর্নিয়া, 11 নভেম্বর:তাঁর নাম জসমিত কৌর বেইন্স (Indian Origin Sikh Woman Jasmeet Kaur Bains) । তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভুত শিখ মহিলা হিসেবে ক্যালিফোর্নিয়া অ্যাসম্বলিতে নির্বাচিত হয়েছেন ৷ পেশায় চিকিৎসকও ৷ বেকার্সফিল্ড রিকভারি সার্ভিসেসে মেডিক্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত ৷ পাশাপাশি, পারিবারিক চিকিৎসক হিসেবেও কাজ করেন ৷ 35তম অ্যাসেম্বলি নির্বাচনে কের্ন কাউন্টি থেকে নির্বাচনে তাঁর প্রতিপক্ষ ছিলেন লেতিসিয়া পেরেজ ৷ কের্ন কাউন্টির এই নির্বাচনে লড়াই হয় দুই ডেমোক্র্যাট প্রার্থীর (Jasmeet Kaur Bains Elected to California Assembly) ৷
কের্ন কাউন্টি নির্বাচনী ওয়েবসাইটের ফলাফল অনুযায়ী, জসমিত কৌর বেইন্স 10 হাজার 827 ভোট পেয়েছিলেন ৷ বেইন্স মোট 58.9 শতাংশ ভোট পেয়েছেন ৷ আর প্রতিপক্ষ পেরেজ 7 হাজার 555 ভোট পেয়ে বেইন্সের থেকে পিছিয়ে ছিলেন ৷ শতাংশের হিসেবে পেরেজের প্রাপ্ত ভোট 41.1 ৷ পেশায় চিকিৎসক জসমিত কৌর বেইন্স বেকার্সফিল্ড রিকভারি সার্ভিসেসে সমাজসেবা হিসেবে নেশায় আসক্তদের চিকিৎসা করেন ৷ তাঁর নির্বাচনী প্রচারে বেইন্স স্বাস্থ্য সচেতনতা, গৃহহীনদের সাহায্য, পানীয় জল সংক্রান্ত পরিকাঠামোর উন্নতি এবং বায়ুদূষণ রোধের উপর জোর দিয়েছিলেন ৷