পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

First Hindu Temple in Abu Dhabi: প্রধানমন্ত্রী মোদির হাতেই দরজা খুলবে আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের - আবু ধাবি

PM Narendra Modi will Inaugurate Abu Dhabi Hindu Temple: সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির তৈরি হচ্ছে ৷ 2024 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্দিরের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে ৷ 2018 সালে প্রধানমন্ত্রী এই মন্দিরের শিলান্যাস করেছিলেন ৷

First Hindu Temple in Abu Dhabi
First Hindu Temple in Abu Dhabi

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 7:28 PM IST

আবু ধাবি ও পটনা, 9 অক্টোবর: আবু ধাবিতে তৈরি হচ্ছে প্রথম হিন্দু মন্দির ৷ 2024 সালের ফেব্রুয়ারিতে এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দির প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ 2018 সালে এই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী ৷

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে সংযুক্ত আরব আমিরশাহীতে নির্মিত আবু ধাবির প্রথম হিন্দু মন্দির পরিদর্শন করেছেন । অশ্বিনী চৌবেকে প্রকল্প সংক্রান্ত 3ডি গ্রাফিক্সের মাধ্যমে মন্দিরের কাঠামো সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে । তিনি মন্দিরের সেই সমস্ত অংশও পরিদর্শন করেন, যেখানে নির্মাণ কাজ চলছে । আগামী বছর এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে ।

আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির: মন্দিরের কাজ দ্রুত বাস্তবায়িত হচ্ছে বলে জানা গিয়েছে । সম্ভবত এই মন্দিরে 2024 সালের ফেব্রুয়ারিতে পুজো শুরু হবে । মন্দির প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে এই সফরে শিল্পপূজন ও করসেবা করেন । আবু ধাবিতে 55 হাজার বর্গমিটার জমিতে এই মন্দিরটি তৈরি করা হচ্ছে ।

আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে
আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

অশ্বিনী চৌবে জানান, মন্দিরটি এক বিশাল ও ঐশ্বরিক রূপ নিচ্ছে । এটাই হয়ে উঠবে ভারতের সভ্যতা ও সংস্কৃতির পরিচয় । এই অনুষ্ঠানে অশ্বিনী কুমার চৌবে-সহ ইন্ডিয়া পিপলস ফোরাম দুবাইয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ।

আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

আবু ধাবির হিন্দু মন্দিরের বিশেষত্ব: মন্দির কমিটির তরফে অশ্বিনী চৌবেকে থ্রিডি প্রকল্পের মাধ্যমে এই মন্দিরের বিশেষত্ব জানানো হয়েছে । সেখানে বলা হয়েছে, 27 একর জমিতে মন্দির হবে ৷ আবু ধাবিতে নির্মিত গঙ্গা, যমুনা ও সরস্বতীর কাল্পনিক সঙ্গমস্থলে এটি প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে । গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর জল এই মন্দিরে ঢালা হবে । মন্দিরের জাঁকজমক ভারতের মন্দিরের চেয়েও বড় হবে ।

আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

নরেন্দ্র মোদি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন: 2018 সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি তাঁর সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় 2018 সালে পিএপিএস স্বামীনারায়ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । বক্সারের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে গত তিন দিন ধরে আবু ধাবিতে রয়েছেন । এই মন্দিরটি 3.5 মিলিয়ন অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 35 লাখ ভারতীয়দের জন্য নির্মিত হচ্ছে ।

আবুধাবির হিন্দু মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

আরও পড়ুন:নিউ জার্সির অক্ষরধাম! বিশ্বের অন্যতম বড় হিন্দু মন্দির; উদ্বোধন অক্টোবরে

ABOUT THE AUTHOR

...view details