পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Operation Ajay: ইজরায়েল থেকে নয়াদিল্লিতে নামল বিমান, দেশে ফিরে মোদিকে ধন্যবাদ ভারতীয়দের - first flight carrying 212 indians from israel

Israel-Hamas Conflict: বিশেষ চার্টার্ড বিমান পাঠিয়ে ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনল কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার সকালে 212 জন ভারতীয় নয়াদিল্লির বিমানবন্দরে নামেন ৷ 'অপারেশন অজয়'-এর উড়ানে দেশে ফিরে ভারতীয় নাগরিকদের মুখে মুখে মোদির জয়জয়কার ৷

সৌঃ এএনআই এক্স (টুইটার)
Operation Ajay

By ANI

Published : Oct 13, 2023, 10:37 AM IST

Updated : Oct 13, 2023, 11:29 AM IST

নয়াদিল্লি, 14 অক্টোবর: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে উদ্যোগী কেন্দ্র। কয়েকটি সূত্রের দাবি, এই মুহূর্তে প্রায় 18 হাজার ভারতীয় আটকে রয়েছেন সেখানে। তাঁদের নিরাপদে দেশে ফেরাতে 'অপারেশন অজয়' শুরু হয়েছে। গতকাল, বিশেষ চার্টার্ড বিমান পাঠিয়ে ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছিল ৷ সেই মতো আজ, শুক্রবার সকালে 212 জন ভারতীয় নয়াদিল্লির বিমানবন্দরে নামলেন ৷ বিমানটি যাত্রা শুরু করেছিল ইজরায়েলে বেন গুরিয়ন বিমানবন্দরে থেকে। দেশে ফিরে যাত্রীদের অনেকেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন।

একটি শিশু ও 212 জনকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। হাত জোড় করে তাঁদের স্বাগত জানান মোদি মন্ত্রিসভার এই সদস্য ৷ বিমানবন্দরে তাঁদের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10টা 14মিনিটে তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দ থেকে নয়া দিল্লির দিকে যাত্রা করেছিল বিমানটি।

এদিন ইজরায়েল থেকে ফিরে আসা এক ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, "এই প্রথম আমরা সেখানে যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমাদের ফিরিয়ে আনার জন্য ভারত সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আশা করি দ্রুত ওখানে শান্তি ফিরে আসবে। আমরাও নিজেদের কাজে ফিরতে পারব ৷"

বৃহস্পতিবার রাতে তেল আভিভ থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে বিমানটি নয়াদিল্লির উদ্দেশে রওনা দেওয়ার পরই সোশাল মিডিয়ায় বিমান যাত্রীদের ছবি পোস্ট করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ক্যাপশনে লিখেছেন, "অপারেশন অজয় চলছে। নয়া দিল্লির পথে রওনা দিলেন বিমানে থাকা 212 জন ভারতীয় নাগরিক।" ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে লেখা হয়, "212 জন ভারতীয় নাগরিককে নিয়ে অপারেশন অজয়ের প্রথম বিমানটি তেল আভিভ থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেছে। ইজরায়েলের ভারতীয় দূতাবাসের তরফে যাত্রীদের নিরাপদ যাত্রার কামনা রইল।"

আরও পড়ুন:'হামাসের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছি', স্বীকারোক্তি ইজরায়েলের সেনা প্রধানের

Last Updated : Oct 13, 2023, 11:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details