নয়াদিল্লি, 27 মার্চ: আমেরিকায় ব্যাংকিং সংকটের মধ্যেই এই সংক্রান্ত একটি বড় খবর ! আর্থিক সংকটে পড়া আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংকটিকে (Silicon Valley Bank Crisis) কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক । সিলিকন ভ্যালি ব্যাংককে আর্থিক সংকট থেকে বের করে আনতে ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ার আইএনসি (First Citizens Bankshare Inc) ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের থেকে এই ব্যাংকটিকে কিনে নিয়েছে ।
উল্লেখ্য, সিলিকন ভ্যালি ব্যাংকটি আর্থিক দেনায় জর্জরিত হয়ে যাওয়ার পর ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনকে এর নিয়ন্ত্রক করা হয় । সিলিকন ভ্যালি ব্যাংক কেনার পাশাপাশি ফার্স্ট সিটিজেন ব্যাংক তার সমস্ত আমানত এবং ঋণও কিনতে রাজি হয়েছে । ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে এই সংক্রান্ত তথ্য জানানো হয়েছে (First Citizen buys Silicon Valley Bank)।
10 মার্চ সিলিকন ভ্যালি ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল 167 বিলিয়ন মার্কিন ডলার । একই সময়ে, এর মোট আমানতের মূল্য ছিল 119 বিলিয়ন মার্কিন ডলার । যখন ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন সিলিকন ভ্যালি ব্যাংক কিনেছিল, তখন সেই চুক্তিতে 16.5 বিলিয়ন মার্কিন ডলার ছাড়ে প্রায় 72 বিলিয়ন মার্কিন ডলারে কেনা হয়েছিল ৷