পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Dubai Fire Incident: বুর্জ খালিফার কাছে 35 তলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন - অগ্নিকাণ্ড

দুবাইতে একটি বহুতলে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে (Fire Races Up High Rise Near Burj Khalifa in Dubai) ৷ বুর্জ খালিফার খুব কাছেই এই আগুন লেগেছে বলে সংবাদ সংস্থা এপি সূত্রে খবর ৷

Fire Races Up High Rise Near Burj Khalifa in Dubai
Fire Races Up High Rise Near Burj Khalifa in Dubai

By

Published : Nov 7, 2022, 9:32 AM IST

Updated : Nov 7, 2022, 10:05 AM IST

দুবাই, 7 নভেম্বর: দুবাইয়ে বুর্জ খালিফার কাছে 35 তলা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Races Up High Rise Near Burj Khalifa in Dubai) ৷ স্থানীয় সময় ভোরবেলা এই আগুন লাগে (Dubai Fire Incident) বলে জানা গিয়েছে ৷ ওই বহুতলের অগ্নিকাণ্ডের জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনও জানা যায়নি ৷ তবে, ওই বহুতলটি একটি আবাসন ৷ ফলে প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না স্থানীয় প্রশাসন ৷

সংবাদ সংস্থা এপি’র দেওয়া তথ্য অনুযায়ী, বহুতলটি থেকে বেরনো কালো ধোঁয়ায় চারদিক ঢেকে গিয়েছে ৷ ওই বহুতলটির আশেপাশে একাধিক আবাসন রয়েছেন ৷ ফলে ধোঁয়ায় সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা ৷ তবে, এই আগুন লাগার ঘটনা নিয়ে দুবাই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন:মুম্বইয়ের ফ্যাশন স্ট্রিটে আগুন, ভস্মীভূত একাধিক দোকান

তবে, আকাশ ছোয়া বিল্ডিংয়ে ভরা দুবাই শহরে সাম্প্রতিক কয়েক বছরে একাধিক আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ ফলে দুবাইয়ের বহুতলগুলির অগ্নি নিরাপত্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সেই সঙ্গে গগনচুম্বি ওই বহুতলগুলিতে ব্যবহার হওয়া জিনিসপত্র কতটা সুরক্ষিত সে নিয়েও প্রশ্ন তুলেছে সেখানকার নাগরিকরা ৷ প্রসঙ্গত, 2015 সালে নিউ ইয়ারের রাতে একটি বহুতলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে ৷ সেটি ছিল দুবাইয়ের অন্যতম বড় হোটেল ৷ আর সেই হোটেলটিও বুর্জ খালিফার কাছেই ৷

Last Updated : Nov 7, 2022, 10:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details