নয়াদিল্লি, 7 জুলাই: 'কালী' তথ্যচিত্রের পোস্টার-বিতর্ক নিয়ে সরব হল আন্তর্জাতিক সংবাদমাধ্যমও ৷ সেই মাধ্যমে প্রকাশিত লেখা টুইট করেছেন পরিচালক লীনা মণিমেকালাই ৷ তাঁর তথ্যচিত্র 'কালী'র পোস্টারে এক মহিলাকে কালীরূপে দেখা যাচ্ছে এবং তিনি ধূমপানরত ৷ এ নিয়ে তোলপাড় দেশ ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে ৷ এই সব ঘটনা নিয়ে ওই সংবাদমাধ্যমে একটি খবর জানাচ্ছে, একটি তথ্যচিত্রের পোস্টারে দেবী এলজিবিটি গোষ্ঠীর পতাকা ধরে আছেন ৷ আর সেই পোস্টারের জন্য ভারতীয় পরিচালককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে (Filmmaker Leena Manimekalai posts a news in fresh tweet amid outrage) ৷
এই খবরটি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লীনা লিখেছেন, "মনে হচ্ছে গোটা দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র থেকে বৃহত্তম ঘৃণার মেশিনে নেমে এসেছে ৷ আর এই দেশ আমায় সেন্সর করতে চায় ৷" এর সঙ্গে তিনি তাঁর নিরাপত্তাহীনতার কথাও জানিয়েছেন, "এই মুহূর্তে দেশের কোথাও আমি নিরাপদ নই ৷"
বিদেশি সংবাদমাধ্যমের খবরে লীনার টুইট করা 'কালী' তথ্যচিত্রের পোস্টারটিও প্রকাশ করা হয়েছে ৷ লীনা কানাডার একজন চলচ্চিত্র পরিচালক ৷ তাঁর তথ্যচিত্রের পোস্টারে হিন্দু দেবী কালী ধূমপান করছেন এবং তাঁর হাতে এলজিবিটি গোষ্ঠীর পতাকা ধরা আছে ৷ টরেন্টোয় সিনেমাটি দেখানোর পর সেটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ এরপরই 'arrest Leena Manimekalai' হ্যাশট্যাগ ট্রেন্ডিং চলছে ৷ দিল্লি এবং উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ৷